যে ফুল আজানের ধ্বনিতে ফোটে আজান শেষে বন্ধ হয়
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৫
ইসলাম ধর্মে আজানের অর্থ হল আল্লাহ্র ঘরে যাবার জন্য আহ্বান করা। তাই দিনে পাঁচবার মসজিদে আজান দিয়ে নামাজের জন্য আহ্বান করা হয়। আজান কানে পৌঁছানোর সাথে সাথে কিছু দোয়া পড়তে হয়।
কিন্তু রহস্যময়ভাবে ফুলের সাথে একটি ঘটনা ঘটে। যখন আজান দেয়া হয় তখন এই ফুল ফোটে এবং যখন আজান শেষ হয়ে যায় তখন সাথে সাথে ফুলটি আবার বন্ধ হয়ে যায়। বিজ্ঞানীরা গবেষণা করে এ বিষয়ে কোন কার্যকরী সূত্র আবিষ্কার করতে পারে নি।
তারা এই ফুলের সামনে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের মিউজিক বাজিয়ে পরীক্ষা করেছেন, কিন্তু এই ফুল শুধু আজানের সময়ে আজান শুনেই ফোটে এবং আজান শেষে বন্ধ হয়। সূত্রঃ www.youtube.com