উস্টারশায়ারের বিশিষ্ট ব্যবসায়ী কাজী কায়সার আহমদ রফিক-এর পিতৃবিয়োগ : জানাজা ও দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৭
লন্ডন, ১৬ জুলাই: যুক্তরাজ্যের উস্টারশায়ারের বিশিষ্ট ব্যবসায়ী কাজী কায়সার আহমদ রফিক-এর পিতা প্রবীণ মুরব্বী আলহাজ্ব কাজী বখতিয়ার আহমদ সুনামগঞ্জের পাগলা ইউনিয়নের ঘোড়াডুমবুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতু্যকালে তাঁর বয়স হয়েছিলো ৯৯ বছর । তিনি ১৪ জুলাই শুক্রবার বেলা ২টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ওইদিন বাদ এশা নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে মা-বাবার কবরের পাশে দাফন করা হয় । মৃতু্যকালে তিনি ৫ ছেলে, ৬ মেয়ে নাতি-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম কাজী বখতিয়ার আহমদ ছিলেন অত্যন্ত সৎ, ধর্মপরায়ন ও সহজ-সরল জীবনযাপনের অধিকারী। নিরান্নব্বুই বছর বয়স হলেও শারিরীকভাবে ছিলেন সম্পুর্ণ সুস্থ । মৃতু্যর পূর্বপর্যন্ত তিনি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করেন । মরহুমের দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই সাবেক স্কুল শিক্ষক বিশিষ্ট সমাজসেবী কাজী সা’দ উদ্দিন আহমদ স্বপরিবারে উস্টারে বসবাস করেন। সর্বকনিষ্ঠ ভাই কাজী মঈন উদ্দিন আহমদ ২০১৫ সালে বাংলাদেশে ইন্তেকাল করেন । দুই বোনের মধ্যে মধ্যে একজন উস্টারশায়ারে ও একজন সিলেট শহরের কুমার পাড়ায় বসবাস করেন।
৫ ছেলের মধ্যে বড় ছেলে কাজী কয়সর আহমদ আমেরিকায়, কাজী কায়সার আহমদ রফিক ও কাজী সালেহ আহমদ উস্টারশায়ারে, কাজী সাউদ আহমদ শফিক যুক্তরাজ্যের হারলোতে ও কাজী মিটু আহমদ সুনামগঞ্জের গ্রামের বাড়িতে স্বপরিবারে বসবাস করেন। ছয় মেয়ের মধ্যে দুই মেয়ে কাজী হোসনা আহমদ (জোৎসা) ও কাজী দিলরুবা আহমদ শেলী আমেরিকায় ও চার মেয়ে সিলেট শহরে বসবাস করেন।
বাবার কবর জেয়ারত ও শিরনী আয়োজনের জন্য কাজী কায়সার আহমদ রফিক ও কাজী সাউদ আহমদ শফিক ইতোমধ্যে বাংলাদেশে গেছেন।
এদিকে ব্যবসায়ী কাজী কায়সার আহমদ রফিক এর পিতার ইন্তেকালে বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন । শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার, বর্তমান ফার্স্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন মকদ্দুস এবং বিসিএ ওয়েস্ট মিডল্যান্ড রিজিয়নের সাবেক প্রেসিডেন্ট ও স্থানীয় কভেন্ট্রিরোড মসজিদের মুতাওয়াল্লী আলহাজ্ব নুরুল হক। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ব্যবসায়ী কাজী কায়সার আহমদ রফিক তাঁর পিতার রুহের মাগফেরাতের জন্য কমিউনিটির সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।