নূরানী আবাসিক এলাকার ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৭
যুক্তরাজ্যে বসবাসরত সিলেট শহরতলীর সুবিদবাজারস্থ নূরানী আবাসিক এলাকার শতাধিক বাসিন্দাদের নিয়ে আনন্দঘন পরিবেশে এক বিশাল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ক্বারী বদরুল ইসলামের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
মীর্জা বেগ শিপু এবং মহিবুল হাসান আলামীনের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সর্বজনাব মুজিবুর রহমান বারীক, আলম হোসেন, সলিসিটর জহির আহমদ, মাওলানা শফিকুদ্দীন, আজিজুর রহমান, আফসর উদ্দীন, আতাউর রহমান সালেহ, সুরুক মিয়া, মাসুদ আহমদ বাবু, আব্দুস সালাম বাবুল, মুর্শেদ খাঁন প্রমূখ।
উক্ত মহতি অনুষ্ঠান আয়োজনে অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ মনছুর আহমদ এবং শাহীন মোস্তফাকে উপস্থিত অতিথীবৃন্দ করতালীর মাধ্যমে অভিনন্দন জ্ঞাপন করে আগামীতে এ ধরনের প্রোগ্রাম বারবার আয়োজনের আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সর্বজনাব নেসার আহমদ নিগার, সেলিম আহমদ, মুজিবুর রহমান বুলবুল, মুহিন আহমদ শাহেদ, মুকিমুল ইসলাম মুকুল, সেলিম সিদ্দিকী, অলিনূর চৌধুরী অলিব, সৈয়দ সাজ্জাদ আলী, ইমানী আহমদ, ফারুক আহমদ, আব্দুস সাত্তার, সৈয়দ আব্দুল্লাহ আবু, আবুল বাশার কিবরিয়া, হোসেন আহমদ বেলাল, মখলিছ খাঁন, সেলিম রহমান, আবুল হাসনাত সুহেল, জাকির আজাদ, জাফর আহমদ সাদিক, রিয়াজুর রহমান, জাহিদ হোসেন সাদেক, শাখাওয়াত হোসেন বাবুল, একরাম উদ্দিন, মনজুর কাদের মুক্তা, এমদাদ খাঁন, হুমায়ুন কবীর, মুস্তাক আহমদ, মঈনুল হক, সাবুল আহমদ, জামিল আহমদ রাসেল, শাফকাত রাব্বি সিয়াম, ইয়াসির মাহমুদ, আশফাক হোসেন, মোঃ সদর উদ্দিন, মোঃ রিপন চৌধুরী, আব্দুল মালিক ইকবাল, মাশুক চৌধুরী, ফাত্তার আহমদ, আবুল হোসেন, খালেদ সাইফুল্লাহ, আসাদ আব্দুল্লাহ, বদরুল ইসলাম রুহেল, দিদার আহমদ, ইকবাল হোসেন বিপলু, জাহেদ চৌধুরী, সামাদ আজাদ, জালাল আহমদ জিলানী, কাবুল আহমদ, কুতুব আল-শরীফ দিপু, মোঃ মাহবুব আল-শরীফ, সাইফুর রহমান লিপু, মাহফুজ আহমদ রুহেল, মনির হুসেন পারভেজ, সায়েম আহমদ, সুলতান আহমদ, সুমন আহমদ চৌধুরী, টিপু হোসেন, মামুন রশীদ গুড্ডু, নাসির উদ্দিন, আজহারুল ইসলাম অহিদ, নজরুল ইসলাম মিফতা, পনির, মিঠু সহ আরও অনেকে।মাওলানা শফীকুদ্দীনের পরিচালনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, ম্যানচেষ্টার, প্রেস্টন, ওল্ডহ্যাম, বার্মিংহ্যাম, ক্যামব্রীজ, ওক্সফোর্ড, ক্যান্ট, লোটন, সেন্ট আলবন্স, এক্সিটার, ক্রোলি, সারে, বর্ণমাউথ, সাউথ্যান্ড, হ্যাজলিংডেন, কার্ডিফ, নিউপোর্ট, লন্ডনসহ বৃটেনের বিভিন্ন শহর থেকে দলে দলে নূরানীয়ানরা উপস্থিত হয়ে অনুষ্ঠানকে চূড়ান্ত সফলতায় পর্যবসিত করেছেন। যারা বিভিন্ন কারণে উপস্থিত হতে পারেন নাই তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আগামীতে উপস্থিত হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি