ফরেস্ট গেইটে শিশু-কিশোরদের ঈদ উৎসব
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৭
ফরেস্ট গেইটের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পূর্ব লন্ডনের বিভিন্ন এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা মিলে গত ৮ জুলাই শনিবার সন্ধ্যায় শিশু-কিশোরদের নিয়ে এক ঈদ উৎসবের আয়োজন করেন। এতে অভিভাবকসহ প্রায় দুই শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে ঈদ আনন্দ উদযাপন করেন।
ঈদ অনুষ্ঠানে শিশু-কিশোর ও অভিভাবকদের জন্য ছিলো বিভিন্ন ধরনের খেলাধূলা ও প্রতিযোগিতা। খেলাধূলার মধ্যে ছিলো বাউন্সি কাসেল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেয়াল লিখন, বালিশ খেলা ইত্যাদি।
অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন তানভির খান, নিম্মি, মাইনুল হাসান জন, জান্নাতুল বাকিয়া লিসা, মাসুদ, ইসমত পান্না প্রমুখ। এছাড়াও আরো অনেকেই এই অনুষ্ঠান আয়োজনে বিভিন্নভাবে সহযোগিতা করেন।
অনুষ্ঠানে ফটোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করেন খালিদ হাসান পিয়াল। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন যুক্তরাজ্য সফররত বাংলাদেশের ব্যবসায়ী জনাব রাকিব ও তাঁর স্ত্রী। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি