ছয় বিশিষ্ট ব্যক্তি স্মরণে সৈয়দপুর শামসিয়া সমিতির দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৭
দেশ ডেস্ক: ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামের ছয় বিশিষ্ট ব্যক্তির স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে সৈয়দপুর শামসিয়া সমিতি লণ্ডন। সভায় বক্তারা বিভিন্ন শীর্ষ পদে অবস্থানের পাশাপাশি এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। শোকসভার মাধ্যমে স্মরণীয় ব্যক্তিতরা হচ্ছেন- এলমুনিয়াম এসোসিয়েশনের সভাপতি এবং বিশিষ্ট শিল্পপতি সৈয়দ আবুল ফজল আজহার, সৈয়দপুর দারুল হাদীস হাফিজিয়া টাইটেল মাদ্রাসার শিক্ষাসচিব ও ঐতিহ্যবাহী সৈয়দপুর দরগাহ জামে মসজিদের সাবেক ইমাম শায়েখুল হাদিস হাফেজ মাওলানা সৈয়দ ফুজায়েল আহমদ, সমাজসেবক ও ব্যবসায়ী মরহুম সৈয়দ আবুল কালাম, সৈয়দপুর দারুল হাদিস মহিলা টাইটেল মাদ্রাসার শিক্ষা সচিব ও জমিয়তে উলামায়ে ইসলামের ইউনিয়ন সভাপতি মওলানা সৈয়দ মুস্তাকিম আহমদ, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ নূরুল ইসলাম মাষ্টার এবং সৈয়দপুর দারুল হাদীস হাফিজিয়া টাইটেল মাদ্রাসার মহতামিম হাফিজ মওলানা সৈয়দ মুতিউর রাহমান।
সৈয়দপুর শামসিয়া সমিতি লণ্ডনের উদ্যোগে গত ১১ জুলাই, মঙ্গলবার পূর্ব লণ্ডনের ব্লু-মুন সেন্টারে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সভাপতি পীর আহমদ কুতুব। সমিতির সেক্রেটারি সৈয়দ রফিকুল হক দলা ও অর্থ সম্পাদক ছড়াকার সৈয়দ হেলাল সাইফের যৌথ সঞ্চালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ শেখ মুস্তাক আহমদ।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত মুফাসিরে কুরআন মওলানা শায়েখ জুবায়ের আহমদ আনসারী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও যুক্তরাজ্যের সভাপতি অধ্যাপক মওলানা আব্দুল কাদের সালেহ, সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার অহিদ আহমদ, জমিতে উলামায়ে ইসলাম যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত সভাপতি মওলানা শোয়াইব আহমদ, সাণ্ডারল্যাণ্ডবাসী সৈয়দপুর গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব সৈয়দ আব্দুস সালাম রাজা মিয়া, বাংলাদেশ কমিউনিটি সেন্টারের স্বনামধন্য সভাপতি সৈয়দ খালিদ মিয়া অলিদ, সমিতির উপদেষ্টা যথাক্রমে সৈয়দ রফিকুল হক রফু ও মওলানা সৈয়দ সালেহ আহমদ, জমীয়তে উলামায়ে ইসলামের সেক্রেটারি মওলানা সৈয়দ তামিম আহমদ, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান তাহের কামালী, সাংবাদিক সৈয়দ জহুরুল হক, দিরাই শাল্লাহ এসোসিয়েশনের সভাপতি এডভোকেট শামছুল হক, ইক্বরা টিভির ভাষ্যকার মওলানা সালেহ আহমদ, সৈয়দপুর শামসিয়া সমিতির সহ-সভাপতি সৈয়দ শহিদুল ইসলাম, সৈয়দ মারুফ আহমদ খোকন, সৈয়দ জিলুল হক, জিএসসি ইস্ট লণ্ডন শাখার সেক্রেটারি আব্দুল মানিক কুটি, সমিতির যুগ্ম সম্পাদক সৈয়দ আখলাক মিয়া, সিনিয়র সদস্য শেখ আব্দুল গফুর, সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক মওলানা সৈয়দ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমির হামজা ও সহ-সম্পাদক সৈয়দ বেলাল আহমদ, সৈয়দ শফর আলী, নর্থাম্পটনের শহীদুল ইসলাম, কমিউনিটি এক্টিভিষ্ট কবি শাহ সুহেল, মওলানা শাহ নূর, শেখ এনায়েত, সৈয়দ নুরুল আমীন ধলা, হাফিজ সৈয়দ নাহিদ আহমদ, সৈয়দ শাহনূর আলী, সুহেল আহমদ কুরেশী, সৈয়দ আখরাছ মিয়া প্রমুখ। বক্তারা বলেন, হাজার বছরের একটা সমৃদ্ধ জনপদের নাম সৈয়দপুর। এই গ্রাম অসংখ্য জ্ঞানী-গুনি, পীর ওলী ও আলেমে দ্বীন, মুফাসিসরে কোরআন এবং হোফফাজে কোরআনের গর্ভধারিণী। তারা বলেন, সদ্যপ্রয়াত এই মহান ব্যক্তিবর্গ আমাদের জন্য এবং আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবেন।
বক্তারা এসব আদর্শবান পুরুষদের জীবনী নিয়ে আলোচনা এবং তাদের মাগফিরাতের জন্য দোয়া মাহফিলে উপস্থিত থাকার সুযোগ করে দেওয়ার পাশাপাশি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমের এধরণের অনুষ্ঠান আয়োজনের জন্য সৈয়দপুর শামসিয়া সমিতি লণ্ডনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লণ্ডন টাওয়ার অব মস্কের সভাপতি ও বিশিষ্ট আলেমেদ্বীন মওলানা শামছুল হক এবং সাপ্তাহিক সুরমা সম্পাদক কবি আহমদ ময়েজ। মরহুম ব্যক্তিবর্গের রুহের মাগফেরাত কামনাসহ সবার কল্যাণ কামনা করে দীর্ঘ দোয়া শেষে আগত অতিথিদের আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। আমন্ত্রণ গ্রহণ করে মাহফিলে আসার জন্যে আগত অতিথিদের প্রতি সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের পক্ষ থেকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানানো হয়।