কোটি টাকার মালিক ক্রিকেটারের দাদার দুর্বিসহ জীবন!
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৭
দেশ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ। দেশের জার্সি গায়ে নিয়মিত আলো ছড়াচ্ছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড় তিনি। মাসে কোটি কোটি রুপি আয়। কিন্তু এই আলোর নীচেই রয়েছে অন্ধকার। বুমরাহর দাদা (ঠাকুর দাদা) সান্তোখ সিং। বয়স ৮৪ বছর। কিন্তু জীবন ধারন করতে এই বয়সেও তাকে চালাতে হচ্ছে অটো রিক্সা। উত্তরাখন্ডের উধম সিং নগর জেলার একটি হাউসিং ডেভেলপমেন্ট কলোনিতে ভাড়া থাকেন সান্তোখ। কিন্তু বুমরাহ দাদার অবস্থা মোটেই এতটা শোচনীয় ছিল না।
এক সময় আহমেদাবাদে থাকতেন। তিনটি কারখানার মালিক ছিলেন তিনি। বুমরাহর বাবা জসবীর সিং ও তার দাদা একসঙ্গে ব্যবসা চালাতেন। ২০০১-এ জন্ডিসে মারা যান জসপ্রিত বুমরাহর বাবা জসবীর। সন্তানের মৃত্যুশোকে নিজেকে সামলাতে পারেননি সান্তোখ। ভেঙে পড়েন ৮৪ বছর বয়সী বৃদ্ধ। চরম অর্থনৈতিক সংকটের মধ্যে ব্যাংক থেকে বড় অংকের লোন নেন। পরে কারখানাগুলি বিক্রি করে দেন সান্তোখ। এরপর তিনি চলে যান উত্তরাখন্ডে। সেখানে গিয়ে চারটি অটো রিক্সা কেনেন। অটো চালিয়ে অর্থনৈতিক পরিস্থিতি কিছুট বদলায়। কিন্তু কিছুদিন পর ফের পরিবারে অর্থাভাব দেখা দেয়। বুমরাহর দাদা তখন তিনটি অটো বিক্রি করে দেন। এতে এখন অন্যের অটো রিক্সা চালিয়ে জীবন ধারন করতে হচ্ছে ৮৪ বছর বয়সী বৃদ্ধ সান্তোখকে।
অন্যদিকে বাবার মৃত্যুর পর বুমরাহ ও তার মা তার দাদার বাড়ি ছেড়ে চলে যান। এরপর আর কখনো দেখা হয়নি তাদের। কিন্তু বৃদ্ধ দাদা বুমরাহর ছোটবেলার ছবি হাতে নিয়েই নাতির জন্য প্রার্থনা করেন। বুমরাহর জন্য গর্বিত সান্তোখ। তিনি জানিয়েছেন যে, একদিন তার নাতি দেশের মুখ উজ্জ্বল করবে। নাতির সঙ্গে এখন তার যোগযোগ নেই উল্লেখ করে সান্তোখ বলেন, ‘সে আমাদের সঙ্গে যোগাযোগ করে না। আমরাও এখন তারসঙ্গে যোগাযোগ করি না। তবে তাকে নিয়ে আমি গর্বিত। সে হয়তো আমার বর্তমান অবস্থার কথা জানলে অন্যের সামনে লজ্জা পাবে।’