ছাত্রলীগের ৭০ বছর পূর্তিলগ্নে অনুষ্ঠিতব্য পুনর্মিলনী অনুষ্ঠান সফল করতে ইফতার মাহফিল ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০১৭
বাংলাদেশ ছাত্রলীগের গৌরবের ৭০ বছরে পদার্পনের প্রাক্কালে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্যোগে অনুষ্ঠিতব্য পুনর্মিলনী অনুষ্ঠান সফলের লক্ষ্যে বিলেতের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক ইফতার মাহফিল ও আলাচনা সভা গত ১২ জুন সোমবার ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে প্রাক্তন ছাত্রনেতা রাফিক উল্লাহ সভাপতিত্বে এবং মুজিবুর রহমান জসিমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্রলীগের যুক্তরাজ্যস্থ প্রাক্তন নেতাকর্মীদের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যা করে সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগের ৭০ বছরের ইতিহাস-ঐতিহ্য, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ২১ এবং ৪১-এর মর্মকথা ও বর্তমান সরকারের উন্নয়নের কথাগুলো তুলে ধরাই হলো যুক্তরাজ্যস্থ ছাত্রলীগের নেতাকর্মীদের মূখ্য উদ্দেশ্য। কেননা, বর্তমান প্রজন্ম বাংলাদেশ, বঙ্গবন্ধু ও ছাত্রলীগের ইতিহাস-ঐতিহ্য ভাল করে উপলব্ধি করতে পারে না বলেই তারা বিভ্রান্তিতে ভোগে । তারা আদর্শিক রাজনীতি থেকে আজ দুরে সরে যাচ্ছে। সুতরাং জননেত্রী শেখ হাসিনার রূপকল্প অনুধাবন করতে হলে জ্ঞানভিত্তিক রাজনীতির চর্চা ও প্রয়োগ আজ খুবই প্রয়োজন।
সভায় বক্তারা বলেন পুনর্মিলনীকে সফল করার লক্ষ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়েছে । রমজান মাসের পরে যুক্তরাজ্যের প্রতিটি বড় শহরে আঞ্চলিক প্রতিনিধি সভার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরাসহ ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের একত্রিত করে সকলের অংশগ্রহনের মাধ্যমে একটি সফল ও স্বার্থক পুনর্মিলনীর আয়োজন করা হবে এবং যুক্তরাজ্যস্থ বাংলাদেশ ছাত্রলীগের সকল জেলার নেতাকর্মীদের একটি মিলনমেলার জন্য পুনর্মিলনী অনুষ্ঠানে সকলের জন্য দরজা উন্মুক্ত রয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, বিশেষ অতিথির বক্তৃতা করেন যুক্তরাজ্যে আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক, মনির হোসাইন, সুজাত মনসুর, শাহ শামীম আহমেদ, আ স ম মিসবাহ, কাওসার আহমদ চৌধুরী, সৈয়দ তৌহিদ ফিতরাত হোসেন, সায়েদ আহমদ সাদ, বাতিরুল হক সরদার, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ইকবাল বাল্মিকি,আমির হাসান চৌধুরী, সুহেল আহমেদ, শফিক উদ্দিন আহমেদ, এ কে এম আব্দুল্লাহ, আমিনুল ইসলাম জিলু, তাজির উদ্দিন মান্নান, বদরুল চৌধুরী, সেলিম আহমেদ চৌধুরী, মোঃ ফারুক আহমেদ, আমিরুল ইসলাম, সুহেল আহমেদ, হেলাল মিয়া, মোঃ নাসির, সামসুল চৌধুরী, আবুল কাহের, অরুক চৌধুরী, আশরাফ মিয়া, জলিল চৌধুরী, আনাম উদ্দিন, মাহমুদ আহমেদ, ফয়সল রহমান, হান্নান মিয়া, মোফাজ্জল খান, ফযসল আহমেদ, আবু তাহির মোঃ লোকমান, লুৎফুর রহমান, মদরিস আলী, দিলওয়ার হোসেন, আবু নাসের শিপন, জগলুল করিম, কাজী শিপলু, মোঃ কামরুল ইসলাম, সৈয়দ তারেক আহমেদ, জাভেদ আহমেদ, জাকির হোসেন, সেজু, জলিল করিম, এম এ ফয়সল, মোঃ জাকারিয়া, এম আর চৌধুরী খোকন, নাজমুল হোসেন চৌধুরী, মোহাম্মদ হারুন মিয়া ও মাহবুব খান,অজিত চক্রবর্তী। সংবাদ বিজ্ঞপ্তি