জামানূর ইসলামের জানাজা শুক্রবার
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০১৭
দেশ রিপোর্ট:
পূর্ব লন্ডনের মাইল এন্ডে ছুরিকাঘাতে নিহত বৃটিশ-বাঙালি তরুণ সৈয়দ জামানুর ইসলামের (২০) নামাজে জানাজা ১২ মে শুক্রবার বাদ জুমা ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁর লাশ পূর্ব লন্ডনের হেইনুলটস্থ গার্ডেন অব পিসে দাফন করা হবে। জামানুরের পিতা সৈয়দ আব্দুল মুকিত সাপ্তাহিক দেশকে এ খবর জানিয়ে কমিউনিটির সর্বস্তরের মানুষকে জানাজায় অংশগ্রহণের আহবান জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে পূর্ব লন্ডনের মাইল এন্ডর ওয়েজার স্ট্রিটে একদল তরুণের ছুরিকাঘাতে মায়ের সম্মুখেই খুন হন সৈয়দ জামানুর ইসলাম (২০)। এ ঘটনায় পুলিশ তিন তরুণকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করছে। জামানূর হত্যার ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। কমিউনিটিতে একাধিক সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশে টাওয়ার হ্যামলেটসে নাইফ-ক্রাইম বন্ধে নাইফ অ্যামনেস্ট্রি ঘোষণাসহ অপরাধ দমনে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী জানানো হয়।