‘মেসি কখনোই বার্সা ছাড়বে না’
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৫
বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসি প্রিমিয়ার লিগের কোনো ক্লাবে যোগ দিচ্ছেন, এমন খবরে তোলপাড় ফুটবল বিশ্ব। তবে যার সময়ে মেসির বেড়ে ওঠা সেই বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তার দৃঢ়বিশ্বাস মেসি বার্সাতেই ক্যারিয়ার শেষ করবেন, বরং তরুণ তুর্কি নেইমারকেই বিক্রি করে দিতে পারে ক্যাটালান ক্লাবটি।
হাঁটুর চোট নিয়ে মাঠের বাইরে থাকা মেসিকে পেতে সম্প্রতি আগ্রহ প্রকাশ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাব। চারদিকে গুঞ্জন, স্পেনের কর ব্যবস্থা নিয়ে বিরক্ত আর্জেন্টিনা অধিনায়ক হয়ত বার্সেলোনা ছাড়তেও পারেন। বার্সেলোনার আরেক বড় তারকা নেইমারকে পাওয়ার আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেন লাপোর্তা। ৫৩ বছর বয়সী এই সংগঠক অকপটে তার বিশ্বাসের কথা জানিয়ে দেন, মেসি কখনোই বার্সা ছাড়বে না। এটা আমাদের প্রতীক ও আমাদের হৃদয়ের অংশ। সভাপতি থাকা অবস্থায় আমি অনেক প্রস্তাব পেয়েছি। উল্লেখযোগ্য হলো ইন্টার, যারা কিনা তার রিলিজ ক্লজের অর্থও দিতে চেয়েছিল। আমি সবসময়ই তা নাকচ করে দিয়েছি।
নেইমার প্রসঙ্গে লাপোর্তা বলেন, নেইমারের জন্য এটা আলাদা বিষয়। ক্লাবের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। ভারসাম্য আনতে বর্তমান সভাপতিকে অবশ্যই খেলোয়াড় বা সম্পদ বিক্রি করতে হবে। সেরা সমাধান হচ্ছে, সেরা একজন খেলোয়াড়কে বিক্রি করা।