‘মেসিকে মিস করছে বার্সেলোনা’
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৫
স্প্যানিশ লা-লিগায় শনিবার সেভিয়ার কাছে ২-১ গোলে হার দেখলো গতবারের ট্রেবল শিরোপাজয়ী এফসি বার্সেলোনা। আর ম্যাচ শেষে বার্সেলোনা তারকা জেরার্ড পিকে বলেন, মেসিকে মিস করছি আমরা। প্রতিপক্ষ মাঠে ম্যাচের দ্বিতীয়ার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। পরে পেনাল্টি থেকে বার্সার ব্রাজিলিয়ান স্ট্রাইকার এক গোল শোধ দিলেও হতাশা নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা। স্প্যানিশ লা-লিগায় তিন ম্যাচে বার্সেলোনার এটি দ্বিতীয় হার। সেভিয়ার বিপক্ষে ম্যাচে বার্সেলোনা দলে ছিলেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি ও স্প্যানিয়ার্ড মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। ম্যাচ শেষে বার্সেলোনার স্প্যানিয়ার্ড ডিফেন্ডার জেরার্ড পিকে বলেন, অবশ্যই আমরা মেসি ও ইনিয়েস্তার অভাব বোধ করেছি। তবে ইনজুরি সমস্যা রয়েছে সেভিয়া শিবিরেও। কাজেই এটা অজুহাত করা যাবে যাবে না। আন্তর্জাতিক বিরতির পর আমাদের জয়ের ধারায় ফিরতে হবে। এমনটি করা যাবে না আর। বার্সেলোনাকে শীর্ষে রাখা চাই। পিকে বলেন, দিনটি হয়তো আমাদের ছিল না। তারা ম্যাচেদুইবার সুযোগ পেয়েই দুই গোল আদায় করলো। লা লিগায় এক ম্যাচ আগে সেল্টা ভিগোর কাছে ৪-১ গোলে বধ্বস্ত হয় বার্সেলোনা। তবে ওই ম্যাচের সঙ্গে এবারের হারের পার্থক্য দেখছেন বার্সেলোনার উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। সেভিয়ার কাছে হার শেষে সুয়ারেজ বলেন, সেল্টার বিপক্ষে আমরা ভাল খেলিনি। কিন্তু সেভিয়ার বিপক্ষে সেরা ফর্মেই দোখাচ্ছিল পুরো দলকে। ম্যাচে অন্তত ১ পয়েন্ট প্রাপ্য ছিলাম আমরা।