ইন্দো-পাক ক্রিকেট ফেরাতে মোদীকে আহবান আকরামের
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৫
দীর্ঘদিন যাবত পাকিস্তান ক্রিকেটকে বর্জন করে আসছে ভারত। তাই পাকিস্তান ক্রিকেটকে তার দেশের বর্জনের সমাপ্তি টানতে বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহবান জানিয়ে কিংবদন্তী পেসার ওয়াসিম আকরাম বলেছেন, ‘চলমান অচলাবস্থা সমগ্র বিশ্বের ভক্তদের কষ্ট দিচ্ছে।’
বার্তা সংস্থা এএফপিকে ওয়াসিম বলেন, ‘এ সফরের জন্য অনুমতি দিতে আমি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে অনুরোধ করছি। আমি শুনেছি তিনি তার মন্ত্রী পরিষদকে বলেছেন, পাকিস্তানের সঙ্গে খেলাধুলায় তার কোনো সমস্যা নেই। অতএব ক্রিকেট এগিয়ে যাওয়া উচিত।’
তিনি আরো বলেন, ‘আমি জানি প্রধানমন্ত্রী মোদী ভারতকে একটি সুপারপাওয়ারে পরিণত করতে চান এবং তারা ক্রিকেটে সুপারপাওয়ার অতএব সমগ্র বিশ্বকে দেখাশোনা করা এবং অন্যদের অগ্রগতিতে সাহায্য করা তাদের কর্তব্য। তাই আমি নিশ্চিত তিনি এ সিরিজে অনুমতি দেবেন।’