বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার শিক্ষা সফর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৪
বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার উদ্যোগে এক শিক্ষা সফর গত ২১ আগষ্ট বুধবার অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইনের পরিচালনায় সকাল ১০ টায় ফোর্ডস্কয়ার মসজিদ প্রাঙ্গণ থেকে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে দিন ব্যাপী শিক্ষা সফরের অনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
শুরুতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ও দোয়া পরিচালনা করেন যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ।শিক্ষা সফরের অংশ হিসেবে মজলি ইসলামীক কালচারাল সেন্টারে অনুষ্ঠিত দাওয়াতী মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন মজলি ইসলামীক কালচারাল সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব শামীম আহমদ।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সমাজকল্যাণ মাওলানা আজিজুর রহমান, সহকারী বায়তুলমাল সম্পাদক হাফিজ মাওলানা নোমান হামিদী,ছারী শাখার সভাপতি আলহাজ্ব মাষ্টার ফজল উদ্দিন, লন্ডন মহানগর শাখার সহ সভাপতি হাফিজ শহীর উদ্দিন,মাওলানা মামুন আহমদ,সহসাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ বুলু মিয়া,আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান সিরাজ, আলহাজ্ব শহীদুল্লাহ ভূঁইয়া, প্রমুখ।
শিক্ষা সফরে কুরআন তিলাওয়াত,নাশিদ, বিষয়ক ভিত্তিক আলোচনা,দাওয়াতী মাহফিল,গারসন ফ্রুট ফার্ম, হ্যাম্পটন কোর্ট প্যালেস এবং পার্ক পরিদর্শনসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ছিল। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত করেন শায়খ মাওলানা ফয়েজ আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি

