‘ওয়েম্বলি ভ্যারিয়েন্ট’: বৃটেনে কোভিড স্ট্যাটাসের প্রমাণ ছাড়াই ইউরো দেখতে পেরেছিলেন ভক্তরা
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২১
দেশ ডেস্ক: ইউরোর সর্বশেষ ম্যাচে কোনো ধরণের কোভিড স্ট্যাটাসের প্রমাণ ছাড়াই ওয়েম্বলি স্টেডিয়ামে প্রবেশ করতে পেরেছিলেন ভক্তরা। সেখান থেকে বহু ফুটবল ভক্ত কোভিড আক্রান্ত হয়েছেন এমন রিপোর্ট পাওয়া গেছে। সংক্রমণের মাত্রা বেশি হওয়ায় এখন অনেকেই একে ‘ওয়েম্বলি ভ্যারিয়েন্ট’ বলে আখ্যায়িত করছেন। ইউরো ফাইনালে প্রায় ৬০ হাজার মানুষ ওয়েম্বলি স্টেডিয়ামে খেলা দেখেন। কোভিড স্ট্যাটাস যাচাই ছাড়াই প্রবেশ করতে পারায় অনেক কোভিড রোগীও দর্শক গ্যালারিতে পৌঁছাতে পেরেছিলেন এদিন। এখন প্রমাণ পাওয়া যাচ্ছে, ইউরো চলাকালীন একাধিক ম্যাচে শত শত ফুটবল ভক্ত ওয়েম্বলি ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। এ খবর দিয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট।
খবরে বলা হয়, ওয়েম্বলি বৃটেনের সবথেকে বড় স্টেডিয়াম। তবে কোভিড মহামারির কারণে সবগুলো আসন পূরণের অনুমোদন ছিল না।
তারপরেও কোভিড আক্রান্তরা স্টেডিয়ামে প্রবেশ করায় খেলা দেখতে আসা শত শত মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন ওয়েম্বলি থেকে। গ্রুপ স্টেজে ইংল্যান্ড বনাম স্কটল্যান্ডের খেলা দেখার পর স্কটল্যান্ড ভক্তদের মধ্যেও কোভিডের বড় সংক্রমণ শনাক্ত হয়েছিল।
দেশটির সরকার আগেই জানিয়েছিল, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে হলে সবার বাধ্যতামূলকভাবে কোভিড নেগেটিভ পরীক্ষার ফল কিংবা দুই ডোজ ভ্যাকসিন গ্রহণের সার্টিফিকেট দেখাতে হবে। কিন্তু টিকিট কেনা দর্শকরা জানান, তাদেরকে ভালোভাবে পরীক্ষা না করেই স্টেডিয়ামে প্রবেশ করতে দেয়া হয়েছিল। সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ দেখার পর কোভিড আক্রান্ত হওয়া কেইথ ম্যাপেল নামের একজন জানান, এনএইচএস এর কোভিড পাসের স্ক্রিনশট দেখিয়েই তিনি খেলা দেখতে পেরেছিলেন। তার থেকে কোনো ধরণের আইডি দেখতে চাওয়া হয়নি কিংবা তার স্ক্রিনও স্ক্যান করা হয়নি। অর্থাৎ, কোনোভাবেই নিশ্চিত হওয়ার উপায় নেই যে আমি কোভিড নিয়েই স্টেডিয়ামে গিয়েছিলাম কিনা। আরেকজন ভক্ত জানান, তিনি যাদের সঙ্গে স্টেডিয়ামে বসে ইউরো দেখেছিলেন তাদের সবাইই ওয়েম্বলি ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন।
ইন্ডিপেন্ডেন্টকে লন্ডন স্কুল অব হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিনের প্রফেসর মার্টিন ম্যাককি বলেন, যখন আমরা জানলাম ইউরোর ফাইনাল বৃটেনের রাজধানীতে হচ্ছে তখনই আমরা উদ্বিগ্ন হয়ে উঠেছিলাম। এখন মনে হচ্ছে, আমাদের ভয়ই ঠিক ছিল। আমরা জানতে পেরেছি যে, যারা স্টেডিয়ামে গিয়েছিলেন তাদের অনেকেরই কোভিড শনাক্ত হয়েছে। তবে এখনো সবকিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।