ষড়যন্ত্র তত্ত্ব ভুলে সবাই করোনার টিকা নিন: মঈন আলি
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২১
স্পোর্টস ডেস্ক: ‘ষড়যন্ত্র তত্ত্ব’ ভুলে সবাইকে করোনাভাইরাসের টিকা গ্রহণ করতে আহ্বান জানিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের অলরাউন্ডার মঈন আলি। যখনই সুযোগ পাবেন, তখনই তিনি নিজে টিকা গ্রহণ করবেন বলেও জানান।
তার মতে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ দিন আইসোলেশনে থাকার চেয়ে টিকা গ্রহণ করাই শ্রেয়।
রোববার ভারতের চেন্নাইয়ে বসে জুম কনফারেন্সে মঈন বলেন, ‘এ মুহূর্তে হলে আমি টিকা নিয়ে নিতাম এবং অবশ্যই আমার পরিবার ও অন্যদেরও নিতে বলতাম।’
এর পর করোনার টিকা নিয়ে যুক্তরাজ্যে চলমান একটি সংশয় উড়িয়ে দেন মঈন আলি।
ইংল্যান্ডের মুসলিম নেতারা করোনার টিকার বিষয়ে সংশয় প্রকাশ করেছিলেন। জাতিগত কারণে এ টিকা নেওয়ার আগে সবাইকে বারবার নিশ্চিত হওয়ার কথা বলেছেন তারা।
সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, ১০ লাখ মানুষের মধ্যে ৪৩ শতাংশ শ্বেতাঙ্গ ভ্যাকসিন গ্রহণ করেছেন। যেখানে বাংলাদেশি ও পাকিস্তানিদের মধ্যে মাত্র ৩০ শতাংশ মানুষ ভ্যাকসিন নিয়েছেন। আর কৃষ্ণাঙ্গদের বেলায় এ হার নেমে এসেছে মাত্র ২১ শতাংশে।
বিষয়টিকে ভ্যাকসিনবিরোধী ষড়যন্ত্র মনে করেন মঈন আলি।
পাক বংশোদ্ভূত এ তারকা ব্যাটসম্যান বলেন, ‘এটি অন্যান্য যে কোনো ভ্যাকসিনের মতোই। এ বিষয়ে অনেক ষড়যন্ত্র তত্ত্ব শোনা যাচ্ছে। কিন্তু এখানে সবই চিকিৎসা বিদ্যার বিষয়। আমাদের এসব গুজবে কান না দিয়ে ভ্যাকসিন নিতে হবে। এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সব কিছু স্বাভাবিক হওয়া। এটি অবশ্য ঠিক যে, আমাদের সমাজে মানুষ যে কোনো নতুন বিষয়ে বাড়তি সতর্কতা দেখায়। কিছু দিন গেলেই বিষয়টি স্বাভাবিকভাবে নেয়। ’
প্রসঙ্গত শ্রীলংকা সফরে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন মঈন আলি। ১৪ দিন আইসোলেশনে কাটানোয় দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েন মঈন। তার কাছাকাছি সংস্পর্শে আসা ক্রিস ওকসকেও এক সপ্তাহের আইসোলেশনে থাকতে হয়েছে। এরই মধ্যে করোনামুক্তির পর দলে ফিরেছেন তিনি। শারীরিক পরিশ্রম শুরু করে দিয়েছেন। ভারতের বিপক্ষে সিরিজের প্রস্তুতি নিচ্ছেন তিনি। সব কিছু ঠিক থাকলে প্রায় ১৮ মাস পর লাল বলের ক্রিকেটে ফিরবেন মঈন আলি।
তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো