খসরু নোমান রচিত ‘ছেঁড়া তমসুক’ গ্রন্থের আত্মপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৯
লেখক, গল্পকার, চলচ্চিচত্রকার খসরু নোমান রচিত গ্রন্থ ‘ছেঁড়া তমসুক’ প্রকাশিত হয়েছে। বইটিতে বিলেতের বাংলাদেশী কমিউনিটির একশ’ দশজন সফল ব্যক্তির জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। বাংলাদেশ থেকে ছাপা হয়ে বইটি গত সপ্তাহে লন্ডনে এসেছে। ইতোমধ্যে একখানা বই বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর হাতে তুলে দিয়েছেন বইয়ের প্রকাশিকা বেগম আঞ্জুমানারা নোমান।
১৭ অক্টোবর বৃহস্পতিবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডস্থ একটি রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে বইটির আত“প্রকাশ ঘটে। পরবর্তীতে জাঁকজমক আয়োজনে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সাংবাদিক মিছবাহ জামাল ও সাংবাদিক আবু তালেব মুরাদ বইটির বহুল প্রচার কামনা করেছেন।
উল্লেখ্য, জনাব খসরু নোমান ‘ছেড়া তমসুক’ শীরোনামে একসময় বিলেতের প্রাচীনতম বাংলা সংবাদপত্র সাপ্তাহিক নতুন দিন-এ কলাম লিখতেন। সেই কলামগুলোই ‘ছেড়া তমসুক’ নামে গ্রন্থাকারে বের হলো। গ্রন্থটি পূর্ব লন্ডনের ১০২ হোয়াইটচ্যাপেল রোডস্থ ‘আল-ফুরকান বুক শপ’-এ পাওয়া যাবে। সংবাদ বিজ্ঞপ্তি