সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল: বার্ডেট রোডে মাহি সুইটস’র আনুষ্ঠানিক উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০১৮
সাংবাদিক ও মিডিয়াকর্মীদের সম্মানে পূর্ব লন্ডনের মাইল এন্ডের বার্ডেট রোডে মাহি সুইটস’র উদ্যোগে এক ইফতার মাহফিল গত ৫ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, সুরমার সাবেক সম্পাদক নজরুল ইসলাম বাসন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, ট্রেজারার আসম মাসুম, এসিস্টেন্ট সেক্রেটারি মোহাম্মদ সোবহান, সত্যবাণী সম্পাদক সৈয়দ আনাস পাশা, নিউহাম কাউন্সিলের ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ, বাংলা পোস্ট সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী, এলবি২৪ টিভি’র পরিচালক শাহ ইউসুফ ও মিজানুর রহমান, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ, সাপ্তাহিক সুরমার বার্তা সম্পাদক আব্দুল কাইয়ুম, ব্রিটবাংলার নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবু, প্রেস ক্লাবের আইটি সম্পাদক সালেহ আহমদ, ট্রেনিং সেক্রেটারি চ্যানেল এস’র সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিল, এনটিভির চিফ রিপোর্টার আকরাম হোসেন, ইউকে বিডি টাইমস’র সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ূম, চ্যানেল এস’র ক্যামেরাপার্সন রেজাউল করিম মৃধা, সাংবাদিক জুবায়ের আহমেদ, সাংবাদিক ফয়সল মাহমুদ, হাসনাত চৌধুরী, আব্দুল হান্নান প্রমুখ।
মাহি সুইটস’র পরিচালক সাংবাদিক আলাউর রহমান খান শাহীন, শিমুল তাসবীর চৌধুরী ও রেজওয়ানুল ইসলাম দুলাল অনুষ্ঠানে আগত অতিথিদেরকে ধন্যবাদ জানান। প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ ভালমানের মিষ্টি সামগ্রী, আইসক্রিম, কফিসহ বিভিন্ন খাবারের গুণগত মান নিশ্চিতকরণসহ উন্নত সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন। এ ব্যাপারে তাঁরা কমিউনিটির সহযোগিতা কামনা করেন।
শেষে মাহি সুইটস’র পক্ষ থেকে নিউহ্যাম কাউন্সিলের সদ্য নির্বাচিত ডেপুটি স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার নাজির আহমদকে ফুলে তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি


