সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা: কাউন্সিলার অহিদ আহমদ ‘অ্যাস্পায়ার’ এর মেয়র প্রার্থী
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০১৮
লন্ডন, ১৬ মার্চ: টাওয়ার হ্যামলেটসের নবগঠিত রাজনৈতিক দল ‘অ্যাস্পায়ার’ তাদের মেয়র প্রার্থী হিসেবে সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার অহিদ আহমদ এর নাম ঘোষণা করেছে। এতোদিন তিনি টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে আসছিলেন। কিন্তু সম্প্রতি ‘অ্যাস্পায়ার’ নামক রাজনৈতিক সংগঠন বৃটেনের নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদ লাভ করলে ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ বিলুপ্ত ঘোষণা করে অহিদ আহমদকে নতুন ওই সংগঠনের প্রার্থী ঘোষণা দেয়া হয়। সাথে সাথে ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের সকল কাউন্সিলার ‘অ্যাস্পায়ার’ এর যোগদান করেন। গত ৯ মার্চ শুক্রবার বিকেলে শাডওয়েলের সাটন স্ট্রীটের নিডা হাউসে ‘অ্যাস্পায়ার এর উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের চেয়ারপার্সন কেএম আবু তাহের চৌধুরী।
সংবাদ সম্মেলনে বলা হয় কাউন্সিলার ওহিদ আহমদ নির্বাচিত হলে তাঁর প্রধান কাজ হবে বারার সকল মানুষের প্রতিনিধিত্ব করা এবং সবাইকে ঐক্যবদ্ধ করে এক কমিউনিটি হিসেবে গড়ে তোলা। তিনি হাউজিং সমস্যা সমাধানে এফরডেবল বাড়ি-ঘর নির্মাণ, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, চাকরির জন্য বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করা ও কমিউনিটি সেইফটি ইস্যুকে অগ্রধিকার দেবেন।
উল্লেখ্য, কাউন্সিলার ওহিদ আহমদ ২০০২ সাল থেকে ল্যান্সবারি ওয়ার্ডের কাউন্সিলার। তিনি গত ১৬ বছর ধরে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। লেবার প্রশাসনের সময় ২০০৬-২০১০ সাল পর্যন্ত তিনি অ্যাকশন এন্ড ইয়ুথ সার্ভিস এবং রিজেনারেশন এন্ড কমিউনিটি পার্টনারশীপে কেবিনেট মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালের অক্টোবর থেকে ২০১৪ সালের মে মাস পর্যন্ত তিনি কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেন। এছড়াও কাউন্সিলার ওহিদ আহমদ কেনিনেট মেম্বার হিসেবে কমিউনিটি সেইফটি, এডালড হেলথ এন্ড ওয়েলবিং এবং ফাইন্যান্স বিভাগে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় ‘অ্যাস্পায়ার’ বারার প্রতিটি ওয়ার্ডে তাঁদের কাউন্সিলার প্রার্থী মনোনয়ন দেবে। ‘অ্যাস্পায়ার’ দলে ইতোমধ্যে ইনডিপেন্ডেন্ট গ্রুপের ১০জন কাউন্সিলার যোগ দিয়েছেন। কাউন্সিলার ওহিদ আহমদ ইস্ট লন্ডন ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রী লাভ করেন। কাউন্সিল পরিচালনায় দীর্ঘদিনের অভিজ্ঞ ব্যক্তিত্ব কাউন্সিলার ওহিদ আহমদ এবং তাঁর পুরো টিমকে আগামী নির্বাচনে জয়যুক্ত করার জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সকল অধিবাসীর প্রতি আহ্বান জানানো হয়। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কাউন্সিয়ার অহিদ আহমদ, দলের চেয়ারপার্সন কেএম আবু তাহের চৌধুরী, কাউন্সিলার ওলিউর রহমান ও কাউন্সিলার মাহবুব আলম। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলে কাউন্সিলার মুহাম্মদ মুস্তাকিম, কাউন্সিলার গোলাম কিবরিয়া, কাউন্সিলার মুফতি মিয়া, জাহেদ চৌধুরী প্রমূখ।

