কাউন্সিল নির্বাচন ২০১৮ : স্পিটালফিল্ডস এণ্ড বাংলা টাউন ওয়ার্ডে আবু তাহের চৌধুরী সম্ভাব্য কাউন্সিলার পদপ্রার্থী
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৮
দেশ রিপোর্ট: টাওয়ার হ্যামলেটস কেন্দ্রীক নতুন রাজনৈতিক দল ‘অ্যাসপায়ার’ এর চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি সংগঠক, সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী বারার স্পিটালফিল্ডস এণ্ড বাংলা টাউন ওয়ার্ডে কাউন্সিলার পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।তিনি গত ৩৫ বছর ধরে টাওয়ার হ্যামলেটসে বসবাস করে আসছেন । দীর্ঘ দিন ধরে কমিউনিটির সেবায় নিয়োজিত । তিনি স্টেপনী গ্রীন ম্যাথস এন্ড কম্পিউটিং কলেজ ও মেফ্লাওয়ার প্রাইমারি স্কুলে ১২ বছর পেরেন্ট গভর্ণার ছিলেন। স্পিটাল্পিল্ডস এণ্ড বাংলা টাউন ওয়ার্ডের নাম রক্ষার জন্য তিনি ক্যাম্পেইন করেছেন । সম্প্রতি ওসমানী প্রাইমারী স্কুলের নাম পরিবর্তনের প্রতিবাদে আন্দোলন করে তিনি সফল হন। তিনি স্পিটালফিল্ডস ও বাংলা টাউন ওয়ার্ডে মেয়রস চ্যাম্পিয়ান কো-অরডিনেটর ছিলেন। টাওয়ার হ্যামলেটস ফেয়ারনেস কমিশনের তিনি সদস্য ছিলেন।
তিনি বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউকে, চ্যারিটি পীস ওয়ার্ল্ড, ক্যানেক্টিং কমিউনিটিজ ও ক্যান্সার পেসেন্ট পুওর ফান্ডের প্রেসিডেন্ট। গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের পেট্রন এবং দুই টার্মের চেয়ার ও সেক্রেটারি ছিলেন।
তাছাড়া তিনি অ্যামেনেস্ট্রি ইন্টারন্যাশনাল, মরফিল্ড আই হাসপাতাল, বার্ড এন্ড এনএইচ ট্রাস্টসহ বিভিন্ন চ্যারিটি সংস্থার সাথে সম্পৃক্ত । পেশাগতভাবে তিনি একজন সাংবাদিক ও শিক্ষক। তিনি অধুনালুপ্ত সাপ্তাহিক লন্ডন বাংলার সম্পাদক। সাপ্তাহিক বাংলা পোস্ট ও ইউরো বাংলার প্রধান সম্পাদক ছিলেন। তিনি অনলাইন পত্রিকা লন্ডনবিডিনিউজ২৪ ডটকমের উপদেষ্টা সম্পাদক ও সাপ্তহিক সংলাপের প্রধান উপদেষ্টা। তিনি বিভিন্ন টিভি চ্যানেলের উপস্থাপক। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য, আগামী মে মাসে কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে।

