এলসিএল কমিউনিটি ক্রিকেট অ্যাওয়ার্ডস ২০১৭: ১০ ক্যাটাগরিতে ২৮ জনকে সম্মাননা প্রদান
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০১৮
ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো লন্ডন ক্রিকেট লীগ (এলসিএল) কমিউনিটি ক্রিকেট অ্যাওয়ার্ডস ২০১৭। সুন্দরবন ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে পূর্ব লন্ডনের ফরেস্টগেইটের একটি রেস্টুরেন্ট ভেন্যুতে অ্যাওয়ার্ডস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সাবিনা আক্তার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মীর আব্দুল আউয়াল তারেক। সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদ নেওয়াজ রানা ও এলসিএল’র সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক আবু সুফিয়ান ঝিলাম।
অনুষ্ঠানে আবু সুফিয়ান ঝিলাম বলেন, এ আয়োজন কেবল জৌলুস ছড়ানোর জন্য নয়। বরং দেশের বাইরে বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে, প্রবাসে আমাদের নতুন প্রজন্মকে অসামাজিক কর্মকান্ড থেকে দূরে রেখে, খেলাধুলার প্রতি মনোযোগী করাই আমাদের প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য। তিনি বলেন, অল্প সময়ে ও স্বল্প পরিসরে এবারের অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে যে সাড়া পেয়েছি তাতে মনে হচ্ছে আমাদের সোসাইটিতে এ ধরণের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা ব্যাপক। তাই সিদ্ধান্ত নিয়েছি প্রতি বছর এ ধরণের অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের আয়োজন করবো। সুন্দরবন ফাউন্ডেশন এর ব্যানারে আগামীতে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি সবধরণের খেলা এমনকি বাংলাদেশের জাতীয় খেলাও অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তিনি।
এলসিএল’র সাধারণ সম্পাদক নাহিদ নেওয়াজ রানা বলেন, শারীরিক সুস্থতা ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নাই। তিনি সকল অভিবাবককে খেলাধুলার প্রতি তাদের ছেলেমেয়েদেরকে উৎসাহিত করতে আহ্বান জানান।
এলসিএল কমিউনিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এবার ১০টি ক্যাটাগরিতে ২৮জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অ্যাওয়ার্ডস প্রাপ্তরা হলেন- বেস্ট ব্যাটসম্যান: মোহাম্মদ ফাহাদ- বেঙ্গল টাইগার্স সিসি, শাকিল আহমেদ- লন্ডন টাইগার্স সিসি, আশরাফুল ইসলাম জনি সিন্থিলা ক্রিকেট ক্লাব, ডালিম আহমেদ এসএইচ স্পোর্ট ক্লাব। বেস্ট বোলার: মোবাশ্বের আহমেদ ও বদরুল আলম বাপ্পি। বেস্ট উইকেট কিপার এন্ড ব্যাটসম্যান: অভি ও আমিনুল ইসলাম শিহান। বেস্ট অল-রাউন্ডার: সয়ফুর রহমান, ইসহাক মজুমদার শাওন, হালিম হোসাইন বিপ্লব, এমডি জাকির হোসাইন ও সুমন শরীফ। বেস্ট জেন্টল প্লেয়ার: এমডি মোতাহারুল হাসান, বেস্ট টিম ম্যান: খাবিরুল হাসান বাবু। বেস্ট টিম অব দ্যা কমিউনিটি: বেঙ্গল টাইগার্স সিসি, মৌলভীবাজার সিসি, এফএইচএস স্পোর্টস। বেস্ট ক্রিকেট অর্গানাইজার: শহিদুল আলম রতন, আয়াস করিম, সরফরাজ আহমেদ। বেস্ট ক্রিকেট প্যাট্রন: জাকির খান, মনির আহমেদ, মাহবুব মোর্শেদ ও মাহমুদুল হাসান রানা। বেস্ট ক্রিকেট মিডিয়া প্যাট্রন: চ্যানেল আইর এমডি রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শোয়াইব ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ। জনপ্রিয় উপস্থাপক মিনহাজ খান ও আঞ্জুমানারা মুন্নির উপস্থাপনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানকে গানের মাধ্যমে উপভোগ্য করে তোলেন রাজ হাসান, জীবন ও সুমন শরীফ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্পীকার কাউন্সিলর সাবিনা আক্তার, কাউন্সিলর শাহ আলম, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, কাউন্সিলর আসমা বেগম, কাউন্সিলর মঈন কাদরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব উদ্দিন চৌধুরী, লন্ডন টাইগার ক্রিকেট ক্লাব এর সিইও সাহিদুল আলম রতন, ক্যানারি ওয়ার্ফ গ্রুপের শীর্ষ কর্মকর্তা জাকির খান, মাহবুব এন্ড কোঃ এর প্রিন্সিপাল মাহবুব মোর্শেদ, সিটি লর্ড প্রোপার্টির পরিচালক মাহমুদুল হাসান রানা, বার্কলে ব্যাংকের ম্যানেজার হাফিজুর রহমান, কাইয়ুম হাসান স্বপন, আরমান হোসাইন, একরামুল হক প্রমূখ। অনুষ্ঠানটির পরিচালনা ও পরিকল্পনায় ছিলেন লেখক ও টিভি উপস্থাপক শেখ মহিতুর রহমান বাবলু। সংবাদ বিজ্ঞপ্তি


