জয়ে শুরু বাংলাদেশের যুব বিশ্বকাপ
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০১৮
দেশ ডেস্ক: জয় দিয়েই শুরু হয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়াকে ৮৭ রানে হারিয়ে দুর্দান্ত সূচনা করে সাইফ বাহিনী। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওভালের লিঙ্কন গ্রাউন্ডে নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করে ১৯০ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন অধিনায়ক সাইফ। ৪৮ বল খেলে ৩ চার ও ৫ ছক্কায় নান্দনিক এই ইনিংস খেলেন তিনি। মোহাম্মদ নাঈম করেন ৬০ রান।
এদিকে ১৯১ রানের টার্গেটে খেলতে নেমে ১০৩ রানে গুটিয়ে যায় নামিবিয়া। ইনিংসের শুরুতেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়তে হয় তাদের। দলীয় ১২ রানেই ৪ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ১০৩ রানে অলআউট হয়ে যায় দলটি। নামিবিয়ার পক্ষে হাফসেঞ্চুরি করেন উইক। বোলিং আক্রমণে বাংলাদেশের পক্ষে দুইটি করে উইকেট নেন কাজী অনিক ও হাসান মাহমুদ।

