বিয়ানীবাজার পিএইচজি স্কুলের শতবর্ষ উদযাপন : লন্ডনে জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হলো দু’টি অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০১৭
দেশ রিপোর্ট: সিলেটের বিয়ানীবাজার উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয় (পিএইচজি) প্রতিষ্ঠার একশত বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে যুক্তরাজ্যে বসবাসরত স্কুলের প্রাক্তণ শিক্ষার্থীরা লন্ডনে আয়োজন করেন পৃথক দুটো বর্ণাঢ্য অনুষ্ঠান। ৫ নভেম্বর রোববার একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পূর্ব লন্ডনের অ্যাট্রিয়াম ব্যাঙ্কুয়েটিং হলে এবং অপরটি অনুষ্ঠিত হয় রমফোর্ড রোডের দ্যা রয়েল রিজেন্সি হলে। দুটো অনুষ্ঠানেই পিএইচজি স্কুলের বিপুল সংখ্যক প্রাক্তণ শিক্ষার্থী ও অতিথি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানদুটোর আয়োজন ছিলো জাঁকজমকপুর্ণ। নিচে দুটো অনুষ্ঠানের সংবাদ পৃথক পৃথকভাবে তুলে ধরা হলো।
অ্যাট্রিয়াম ব্যাঙ্কুয়েটিং হলের অনুষ্ঠান:
লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের (পিএইচজি) একশত বছর পূর্তি অনুষ্ঠান। যুক্তরাজ্যে বসবাসরত বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের জমজমাট এ মিলনমেলা গত ৫ নভেম্বর রোববার পূর্ব লন্ডনের অ্যাট্রিয়াম ব্যাঙ্কুয়েটিং হলে বিকাল ৫টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলে। অনুষ্ঠানটি বাঙালিপাড়ায় অনুষ্ঠিত হওয়ায় বিদ্যালয়ের শতশত প্রাক্তণ শিক্ষার্থীর পাশাপাশি কমিউনিটির বিভিন্ন পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়। পিএইচজি উচ্চ বিদ্যালয়ের এ গৌরবময় মুহূর্তকে স্মরণীয় করে রাখতে অনেকে হাজির হন পরিবার-পরিজন নিয়ে। যুক্তরাজ্যে বসবাসরত বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী বিশিষ্ট কমউনিটি নেতা মোঃ মনোজ্জির আলী, সাংবাদিক শাহাব উদ্দিন আহমদ বেলাল ও জামাল উদ্দিনের নেতৃত্বে গঠিত বিয়ানীবাজার পিএইচজি উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন পরিষদ, যুক্তরাজ্য এ অনুষ্ঠানের আয়োজন করে।
আয়োজনের শুরুতে ছিল বর্ণাঢ্য র্যালী। সমবেত কণ্ঠে জাতীয় সংঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আয়োজক ও অতিথিদের বক্তব্যের ফাঁকে ফাঁকে চলে প্রাক্তণ শিক্ষার্থীদের স্মৃতিচারণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আড্ডা ও হাস্যরসে মেতে উঠেন। ফিরে যান অতীতের সেই স্কুল স্মৃতিতে।
অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠান লন্ডন মেয়র সাদিক খান। আর বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পবিত্র নাথ দাসের দৌহিত্র সমিরন দাসের শুভেচ্ছা বার্তা আসে কলকাতা থেকে। লন্ডন মেয়রের শুভেচ্ছা বার্তা পাঠ করে শোনান উদযাপন পরিষদের যুগ্ম সদস্য সচিব আলহাজ সমির উদ্দিন। সমিরণ দাসের শুভেচ্ছা বার্তা পাঠ করেন উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক আফসার খান সাদেক। অনুষ্ঠান উপলক্ষ্যে প্রকাশিত ‘পঞ্চখণ্ড স্মরণিকা’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগসসহ আগত অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ম্যাগাজিন প্রকাশনা উপ কমিটির আহ্বায়ক আতিকুর রহমান। উদযাপন পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ বাবুল হোসেন এবং কোষাধ্যক্ষ জামাল উদ্দিন। লুৎফুর রহমান সায়াদ, আফছার খান সাদেক ও লুৎফুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসউদ্দিন চৌধুরী মানিক, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, স্পিকার সাবিনা আক্তার, লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সাডিফতা আলম, যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ জালাল উদ্দিন, বিয়ানীবাজার আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, লন্ডন টাইগার্সের পরিচালক মিসবাহ উদ্দিনসহ কমিনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পবিত্র নাথ দাস ও তাঁর পরিবার এবং বিদ্যালয়ের প্রয়াত ও জীবিত সকল শিক্ষকের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় পবিত্র নাথ দাস ও তাঁর পুত্র আধুনিক বিয়ানীবাজারের রূপকার প্রয়াত প্রমথ নাথ দাসের স্মৃতির প্রতি।
স্মৃতিচারণ পর্বে নিজেদের ছাত্র জীবনের দিনগুলোর গল্প তুলে ধরেন, শতবর্ষ পরিষদের উপদেষ্টা আলহাজ সামসুদ্দি খান, আলহাজ মানিক মিয়া সোনা মিয়া, আবু সামি, ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আলহাজ শরফ উদ্দিন, ডা. আব্দুল কাদির, শাহিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ ছানা, কয়ছর উদ্দিন জালাল, ইফতেখার হোসেন খান মাখন, হুমায়ুন কবির, হাফিজ আহমদ মানা, বিলাল মোহম্মদ ফাহিম, আলতাফ হোসেন, মোঃ ফয়জুর রহমান, যুগ্ম সদস্য সচিব আলহাজ ছমির উদ্দিন ও ফয়জুল হক। আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন হেলাল উদ্দিন আহমদ, ওজি উদ্দিন, মোঃ কয়েস উদ্দিন, আমজাদ হোসেন, মোঃ আবিদুর রহমান খান, জহিরুল ইসলাম বাবু, কবির হোসেন শামীম, মোঃ মিজু আহমদ, জাবির আহমদ, মোঃ মাহবুব হোসেন, মোঃ এমদান হোসেন, শাহীন উদ্দিন, মাশুক আহমদ, সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান টিপু, মোঃ আতিকুর রহমান, জসিম উদ্দিন, মোঃ শহিদুল ইসলাম শিমু প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. ফয়জুল ইসলাম, পলি ইসলাম, সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম শামীম, বিয়ানীবাজার সরকারী কলেজের সাবেক ভিপি সওয়ার আহমদ, সাবেক জিএস জেবুল আহমদ, প্রমূখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি নজরুল ইসলাম। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় সকলকে মাতিয়ে রাখেন বাউল শহীদ, কণ্ঠশিল্পী রওশন আরা মনি, শতাব্দি কর, মমতা ও চ্যানেল আই সেরা কণ্ঠের তাবাচ্ছুম।
রয়েল রিজেন্সি হলে অনুষ্ঠিত অনুষ্ঠান:
বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী পঞ্চখণ্ড হরগোবিন্দ মডেল উচ্চ বিদ্যালয়ের (পিএইচজি) শতবর্ষ পূর্তি উৎসব গত ৫ নভেম্বর রোববার পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি ব্যাঙ্কুয়েটিং হলে অনুষ্ঠিত হয়েছে। উদযাপন কমিটির আহ্বায়ক আসেক আহমদ আসুকের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব শিহাব উদ্দিন কাজল ও এম মাসুদ আহমদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই উদযাপক কমিটি ও উপদেষ্টা কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর সাংস্কৃতিক উপ কমিটির সদস্য বিনায়ক দেব জয়ের নেতৃত্বে উদযাপন কমিটির ৭৫ সদস্যের কণ্ঠে ধ্বনিত হয় বাংলাদেশের জাতীয় সংগীত। শতবর্ষে পা দেওয়া পিএইচজি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সুহৃদ- শুভাকাক্ষী ও সাবেক শিক্ষার্থী যারা আর বেঁচে নেই তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় গত ৩০ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিয়ে বাড়ি ফেরার পথে নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলের প্রাক্তণ ছাত্র ও বিয়ানীবাজারে ছয় তরুণকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় পবিত্রনাথ দাসের নাতি, মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ ও ডোমানী সিস্টেম ইনক শেলটন এর বোর্ড অব চেয়ারম্যান ড. শান্তুনু দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস এর মেয়র জন বিগস, ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, স্পিকার সাবিনা আক্তার, বিয়ানীবাজার পৌর সভার মেয়র আব্দুস শুকুর, পিএইচজি মডেল উচ্চ বিদ্যালয়েরর পরিচালনা পরিষদের সাবেক সহ সভাপতি ও ক্রীড়া সংগঠক মো: আব্দুল জলিলসহ লন্ডনের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিকে উৎসবে উপস্থিত থাকতে না পারলেও স্কুলের সাবেক শিক্ষার্থী, বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি এক ভিডিও বার্তায় যুক্তরাজ্যে এমন আয়োজনের জন্য উদযাপক কমিটির সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। ভিডিও বার্তায় তিনি বলেন, স্কুলের শতবর্ষে একজন প্রাক্তণ শিক্ষার্থী হিসেবে আমিও গৌরবের অংশীদার। শতবর্ষকে স্মরণীয় করে রাখতে আমার পক্ষ থেকে উপহার হচ্ছে পিএইচজি স্কুলের সরকারিকরণ। অন্য এক ভিডিও বার্তায় প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমপি রুশনারা আলী অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলার খালিছ উদ্দিন, কাউন্সিলার পারভেজ আহমদ, কাউন্সিলার সামসুল আলম সেলিম, আপাসান্থ এর সিও মাহমুদ হাসান এমবিই, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, জালালবাদ এসোসিয়েশন আমেরিকার সভাপতি বদরুল খান, যুক্তরাজ্যের আহ্বায়ক মুহিবুর রহমান মুহিব, শাহনুর খান, মুস্তাক আহমদ, শায়েস্তা চৌধুরী কুদ্দুস, মাইনুল আলম বুলবুল, সাংবাদিক নজরুল ইসলাম বাসন। এছাড়া প্রতিটি ব্যাচের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন, আলহাজ্ব সামছ উদ্দিন খান, আজির উদ্দিন, ডা. নজরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল মতলিব, প্রফেসর আব্দুল মালিক, নুরুল ইসলাম মছা, হাবিবুর রহমান, মুজিবুর রহমান, ময়নুল হক, ফারুক যোশী, মুস্তাফিজুর রহমান, খায়রুল মজুমদার বকুল, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান ময়না, ইসলাম উদ্দিন, ফখরুল ইসলাম, কয়েছুজ্জামান রুনু, আবুল কাশেম, সাহেদ আহমদ, আকবর হোসেন রবিন, আশফাক আহমদ, ব্যারিস্টার জহির, মুজাহিদুল ইসলাম, ইকবাল হোসেন, দেলওয়ার হোসেন দিলু, শাহ আলম, তৌফিক চৌধুরী, আব্দুল মানিক আলী, ফাজায়েল আহমদ তারেক, কামরুল হোসেন মুন্না, মুজিবুর রহমান, মানিক হোসেন, এমদাদুল হক কাজল, শফিকুল হক এবাদ, দেলওয়ার হোসেন, টিপু আহমদ, গোলাম কিবরিয়া, রফিকুল ইসলাম রাসেল, মারুফ আহমদ,আব্দুস সামাদ, ফারহান হোসেন প্রমূখ।
পুনর্মিলনী উপলক্ষে প্রকাশিত হয় গৌরবের ১০০ বছর : পঞ্চখণ্ড হরগোবিন্দ মডেল উচ্চ বিদ্যালয় শীর্ষক একটি মূল্যবান ইতিহাসনিষ্ঠ স্মারকগ্রন্থ। আলী আহমদ বেবুলের সম্পাদনায় প্রকাশিত এই স্মারকের মোড়ক উন্মোচন ছিলো অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। স্মারক প্রকাশনা পর্ব শেষে শুরু হয় আনুষ্ঠানিক স্মৃতিচারণ পর্ব। ১৯৪৫ থেকে ২০০৯। যুক্তরাজ্যে বসবাসকারী এই ছয় দশকের ৪৯টি ব্যাচের পরিচিতি ও স্মৃতিচারণের আবেগে আপ্লুত হয়েছেন প্রাক্তণ শিক্ষার্থীরা। উদযাপন কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা স্মারক তুলে দেয়া হয় ড. শান্তনু দাস এবং প্রাক্তণ প্রধান শিক্ষক আলী আহমদের হাতে। এছাড়া যুক্তরাজ্যে বসবাসরত স্কুলের সাবেক শিক্ষক আব্দুল আহাদ, বাংলাদেশ থেকে আগত অতিথি বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর, স্কুলের গভর্নিং বডির সাবেক সহ সভাপতি আব্দুল জলিল, নিবন্ধন প্রক্রিয়ায় সবচেয়ে সিনিয়র শিক্ষার্থী ডা. মতিন উদ্দিন আহমদ, সবচেয়ে জুনিয়র শিক্ষার্থী ফখরুল ইসলাম সিপু এবং রাসেল আহমদকে কমিটির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
বর্ণাঢ্য এই অনুষ্ঠানে আগত সব অতিথিকে ব্যাগভর্তি উপহারে বরণ করে নেওয়া হয়। এসব উপহারের মধ্যে ছিলো মগ, কলম, স্মারকগ্রন্থ এবং স্মারকব্যাজ। এছাড়া প্রত্যেক নিবন্ধিত শিক্ষার্থী ও উদযাপন কমিটির সদস্যদের জন্য ছিলো স্ব-স্ব নামের ফটোযুক্ত আইডি ব্যাজ। অনুষ্ঠানে ১০ মিনিটের একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ছিলো উৎসব সংগীতও। সাংস্কৃতিক উপকমিটি পিএইচজি হাইস্কুলকে নিয়ে চমৎকার এই উৎসব সংগীতটি তৈরি করে। এছাড়া অনুষ্ঠানের নান্দনিক মঞ্চ, পিএইচজি স্কুলের গেটের আদলে নির্মিত ফটো ফ্রেম, চারুশিল্পী আব্দুস সামাদ এবাদের নিপুন হাতে তৈরী পঞ্চখণ্ড হরগোবিন্দ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় পবিত্রনাথ দাস’র প্রতিকৃতি অনুষ্ঠানকে শৈল্পিক করে তোলায় বিশেষ ভূমিকা রাখে।
নৈশ ভোজ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে খ্যাতনামা শিল্পীদের পরিবেশনা মন জয় করে দর্শকদের। অনুষ্ঠানস্থলের সাত শতাধিক অতিথি আর এলবি টিভিতে সরাসরি সম্প্রচার দেখা দেশ-বিদেশের হাজারো দর্শক উচ্ছ্বসিত কণ্ঠে জানিয়েছেন তাদের ভালো লাগার কথা। তাঁরা বলছেন, সাজানো-গোছানো, পরিকল্পিত এবং পরিচ্ছন্ন এই পুনর্মিলনী উৎসব বাঙালি কমিউনিটির অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে। নিবন্ধন উপকমিটির নৈপুণ্যে পুনর্মিলনীতে নিবন্ধিত হন ৪০০জন প্রাক্তণ শিক্ষার্থী। প্রচার এবং প্রকাশনা কমিটির উদ্যোগে উৎসবের ব্যাপক প্রচার ও প্রসারের জন্য এ সাংবাদিক সম্মেলনসহ চ্যানেল এস ও এনটিভিতে সরাসরি সম্প্রচার হয় বিশেষ অনুষ্ঠান। পুনর্মিলনী সফলে এই প্রচারণা রাখে বিশেষ ভূমিকা। তাছাড়া এই কমিটি কর্তৃক প্রকাশিত স্মারককে বিদ্যালয়ের অনন্য দলিল বলে আখ্যা দিয়েছেন অনুষ্ঠানে আগত বিশিষ্টজন। প্রামাণ্যচিত্র নির্মাণে প্রচার ও প্রকাশনা কমিটির মুন্সিয়ানার পরিচয় দিয়েছে। সাংস্কৃতিক উপকমিটির নির্মিত উৎসব সংগীত এবং সাংস্কৃতিক পরিবেশনা ছিলো মনোমুগ্ধকর। রাত ১১টায় শেষ হওয়া এই অনুষ্ঠানকে ঘিরে মুগ্ধতার অনুভূতি নিয়ে ঘরে ফিরেন অতিথিরা।

