সৈয়দ ফারুকের মাতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০১৭
লন্ডন, ৯ নভেম্বর: যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুকের মা সৈয়দা রাবেয়া খাতুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৫ নভেম্বর রোববার, বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় তিনি সিলেট শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিলো ১১০ বছর। তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি, নাতনীসহ বহু আত্মীয়-স্বজন ও শুভাকাঙক্ষী রেখে গেছেন। মায়ের মৃত্যুসংবাদ শুনে সৈয়দ ফারুক লন্ডন থেকে রাতেই বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেন, সোমবার বিকেলে তিনি দেশে পৌছান।
৭ নভেম্বর বাদ জোহর সৈয়দপুর দরগা জামে মসজিদে মরহুমা রাবেয়া খাতুনের জানাজা ও দাফন সম্পন্ন হয়। সৈয়দ ফারুক তাঁর মায়ের রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। এদিকে রাবেয়া খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাংলাদেশ সরকারের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দীন সিরাজ, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দীন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দীন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। মরহুমার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ।
নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, রত্মগর্ভা সৈয়দা রাবেয়া খাতুন সমাজসেবা সহ বাংলাদেশের মুক্তিযুদ্ধেও অবদান রেখেছেন। তাঁর সন্তানরা বাংলাদেশে ও বিদেশে নিজেদের সমাজসেবায় নিয়োজিত রেখেছেন। আরো শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন খান, আওয়ামী লীগের সহ সভাপতি শামসুদ্দিন আহমদ মাস্টার, হরমুজ আলী, এমএ হাশেম, সিতাব চৌধুরী, যুগ্ম সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, শিল্প ও বানিজ্য সম্পাদক আসম মিসবাহ, মানবাধিকার সম্পাদক সারব আলী, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এস এম সুজন মিয়া, আন্তর্জাতিক সম্পাদক কাওসার চৌধুরী, লন্ডন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, সহ সভাপতি ইলিয়াস মিয়া, মইনুল হক, যুগ্ম সম্পাদক আফসর খান সাদেক, মানবাধিকার বিষয়ক সম্পাদক শায়েক আহমদ, আন্তর্জাতিক সম্পাদক আমিনুল হক জিলু, যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, যুগ্ম সম্পাদক জামাল আহমদ খান, জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক বাবুল খান, যুক্তরাজ্য সেচ্ছাসেবকলীগের সভাপতি সায়েদ আহমদ সাদ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাচ্চু, যুক্তরাজ্য কৃষকলীগের সভাপতি সৈয়দ তারেক আহমদ, সাধারণ সম্পাদক এম এ আলী, যুক্তরাজ্য তাঁতীলীগের আহবায়ক এমএ সালাম, যুগ্ম আহবায়ক সিজিল মিয়া, সদস্য সচিব শাহ কোরেশী শিপন, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ, সাধারণ সম্পাদক সজিব ভুইয়া, সহ সভাপতি সারওয়ার কবির, এম শহীদুল ইসলাম, আব্দুল হাফিজ কানু, যুগ্ম সম্পাদক ফখরুল কামাল জুয়েল, নাজমুল ইসলাম ইমন, শাহ ফয়েজ, প্রচার সম্পাদক আবুল ফয়েজ, সহ সম্পাদক তোফায়েল আহমদ, লন্ডন মহানগর ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

