বাংলাদেশ সেন্টার লন্ডন’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৭
বাংলাদেশ সেন্টার লন্ডন’র বার্ষিক সাধারণ সভা গত ৮ অক্টোবর রোববার সন্ধ্যায় সেন্টারের মেইন হলে অনুষ্ঠিত হয়েছে। সেন্টারের চেয়ারম্যান ও লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার নাজমুল কাওনাইনরে সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ডেপুটি হাই কমিশনার খন্দকার এম তালহা, সেন্টারের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খান, মুহিবুর রহমান মুহিব ও শাহানুর খান। সভায় সেন্টারের বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ও আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন পেশ করেন ভারপ্রাপ্ত প্রধান কোষাধ্যক্ষ এম মামুন রশীদ। তদন্ত প্রতিবেদন পেশ করেন সেন্টারের প্রধান উপদেষ্টা ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন। কুরআন থেকে তেলাওয়াত করেন সেন্টারের হেলথ ও এলডারলি উপ-কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুল মতলিব।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেন্টারের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন, জালাল হোসেন খান, ডা. আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রাজু, ফয়ছল আহমদ, যুগ্ম কোষাধ্যক্ষ খন্দকার মহি উদ্দিন, মহিলা বিষয়ক উপ-কমিটির আহবায়ক মিস গুলনাহার খান, হেলথ ও এলডারলি উপ-কমিটির আহ্বায়ক আশরাফ উদ্দিন, আইসিটি ও মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক আলী আহমেদ বেবুল, মোহাম্মদ সাহিদুর রহমান, জবরুল ইসলাম, মোঃ নিজাম উদ্দিন, মোহাম্মদ কামরুল হোসেন মুন্না, শিব্বির আহমদ, এনটিভির চিফ রিপোর্টার আকরাম হোসেন প্রমূখ।
সভায় তদন্ত প্রতিবেদনে বিগত কমিটির বিভিন্ন আর্থিক অনিয়ম ও অসঙ্গতির চিত্র তুলে ধরা হয়। তদন্ত প্রতিবেদনে সেন্টারের প্রধান উপদেষ্টা নবাব উদ্দিন সেন্টারের আগামী কার্যক্রম বিষয়ে কয়েকটি সুপারিশ প্রদান করেন। তদন্ত প্রতিবেদনের বিষয়ে সেন্টারের পরবর্তী কাউন্সিল অব ম্যানেজমেন্ট কমিটির সভায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত প্রদান করা হয়। ভবিষ্যতে বিগত সময়ের মতো নানা অনিয়ম ও অসঙ্গতির ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় এ জন্য বর্তমান কাউন্সিল অব ম্যানেজমেন্ট কমিটিকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়। উল্লেখ্য, গত বছর বাংলাদেশ সেন্টারের দ্বি-বার্ষিক সাধারণ সভায় আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন অনুমোদিত না হওয়ায় বর্তমান কাউন্সিল অব ম্যানেজমেন্ট কমিটি সেন্টারের প্রধান উপদেষ্টা নবাব উদ্দিনকে নিয়ে এ তদন্ত কমিশন গঠন করে। সংবাদ বিজ্ঞপ্তি

