মন তোরে পারলাম না বুঝাইতে
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৭
মন তোরে পারলাম না বুঝাইতে
সাদিক তাজিন
(উৎসর্গ- সদ্য প্রয়াত সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান স্যারকে)
মন না দিলে পড়া সেতো কখনো হয় না রে-
মন দিয়ে তাই পড় না ব্যাটা বলতেন আমার স্যারে।
কি পড়ছিস কি বুঝেছিস নিজেরে তুই সুধা
না বুঝা সে কন্ঠকরণ পুরোটাই বেহুদা।
স্যারের কথায় বই ধরেছি বুঝে পড়ার শর্তে
ঘুরছি আজো বুঝতে পারা পড়ার ঐ আবর্তে।
যে আমারে জ্ঞান শিখালো পাঠ্য বইয়ের বাইরে
সে গুরু যে বিদায় নিলেন কোথাও তিনি নাইরে!
হেডস্যার নাই মিথ্যা কথা হেডস্যার আছেন এইতো
তাঁর শেখানো পথে চলা হাজার শিষ্য সে’ই তো।
শান্তনাতে মন ভরে না মন খোঁজে তাঁর বিচরণ
নেই যে তিনি এই কথাটি মন মানেনা কোনক্ষণ।
স্যারের জন্য ভালোবাসা স্যারের তরে মোনাজাত
শান্তিধারা বইতে থাকুক পরকালের দিন ও রাত।