‘বৈধ পথে টাকা পাঠান প্রিয়জনকে, অবদান রাখুন দেশের অর্থনীতিতে’
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৭
লন্ডন, ২২ সেপ্টেম্বর : অর্থনীতি একটি দেশের মূল চালিকা শক্তি, আর বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক রেমিটেন্স একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি কল্পে ‘বৈধ পথে টাকা পাঠান প্রিয়জনকে, আর অবদান রাখুন দেশের অর্থনীতিতে’ এই সৌাগানকে সামনে রেখে ব্র্যাক সাজান এক্সচেঞ্জ লিমিটেড গোটা ইউরোপজুড়ে বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে।
এরই অংশ হিসাবে ইতালির মিলানে গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার স্থানীয় একটি রেস্টুরেন্টে এক রোড শো’র আয়োজন করা হয়। জামান কামরুজ্জামানের সভাপতিত্বে এবং ব্র্যাক সাজান এর ইতালিস্থ রিলেশনশিপ ম্যানেজার আল আমিনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক সাজান এক্সচেঞ্জ এর প্রতিষ্ঠাতা ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম। তিনি বলেন, আগে যেখানে ইউরোপ থেকে বাংলাদেশে টাকা পাঠাতে কয়েক দিন লাগত সেখানে এখন মাত্র কয়েক মিনিটে টাকা প্রাপকের একাউন্টে পৌঁছে যাচ্ছে। তিনি বলেন, ব্র্যাক সাজন সেবার পরিধি প্রবাসীদের স্বার্থে প্রসারিত করছে। এখন ইতালিতে বসে ব্র্যাক ব্যাংকে একাউন্ট খোলা যাবে। অনুষ্ঠানে বিগত দশ বছরের রেমিট্যান্স প্রবাহ নিয়ে পরিসংখ্যান ও ব্র্যাক সাজান এর সেবা সম্পর্কে বক্তব্য রাখেন মশিয়ার রহমান।

