সাকিব-মিরাজে লিড নিল বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০১৭
ডেস্ক রিপোর্ট: প্রথম ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ২৬০ রান। এই রান নিয়েও অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড নেয়া সম্ভব? স্টিভেন স্মিথের দলের ব্যাটিং লাইন-আপের সামনে এটা অসম্ভবই মনে হতে পারে অনেকের কাছে। কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণ করলেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজরা।
স্পিন ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কুপোকাত করেছেন বাংলাদেশের স্পিনাররা। প্রথম ইনিংসে তাই অস্ট্রেলিয়ার দৌড় থেমে যায় ২১৭ রানে। তাতে প্রথম ইনিংসে ৪৩ রানের লিড পেয়েছে বাংলাদেশ। এগিয়ে থেকেই তাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে নামবে মুশফিকুর রহীমের দল। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভারে বিনা উইকেটে ৩০ রান করেছে বাংলাদেশ।

