আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ঈদ আড্ডা
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৭
দেশ ডেস্ক: বৃটেনের বাংলা গণমাধ্যমকর্মীদের সম্মানে এক ঈদ আড্ডার আয়োজন করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। গত ৭ জুলাই শুক্রবার পূর্ব লন্ডনের ইম্প্রেশন ব্যাঙ্কুয়েটিং হলে অনুষ্ঠিত এ আয়োজন ছিল আড্ডা ও গানে মুখর। গতানুগতিক আয়োজনের মত এ অনুষ্ঠানে কোনো ব্যানার বা বক্তৃতা ছিল না। সবাই নিজের মত করে হাসি ঠাট্টায় মেতেছিলেন। টিভি উপস্থাপিকা উর্মি মাজহারের সঞ্চালনায় মঞ্চে গান পরিবেশন করেন গৌরি চৌধুরী, মমতাজ বেগম, লাবনী বড়ুয়া, ফজলুল বারী বাবু। সাংবাদিকদের কেউ কেউ মঞ্চে উঠে গান শুনান। এদের মধ্যে ছিলেন বাংলা পোস্ট সম্পাদক তারেক চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য রুপি আমিন ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সাত্তার। হঠাৎ নৃত্যে সবাইকে অবাক করেন জনমতের নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরী।
অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দের পক্ষ থেকে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাপ্তাহিক জনমত এর প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা এই আনন্দ আড্ডা আয়োজনের জন্য আনোয়ারুজ্জামান চৌধুরীকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বেলাল আহমদ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও পত্রিকার সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, প্রেস ক্লাবের সাবেক এসিসট্যান্ট সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, জনমতের সহকারী সম্পাদক মোসলেহ উদ্দিন আহমদ, কবি হামিদ মোহাম্মদ, আবু মূসা হাসান, নিলুফা হাসান, শাহাব উদ্দিন আহমদ বেলাল, হাসান হাফিজুর রহমান পলক, বুলবুল আহমদ প্রমুখ।