মহিলা ভলিবলে শিরোপা রাজশাহীর
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০১৫
ক্রীড়া প্রতিবেদক:
পপুলার লাইফ ইনসুরেন্স আন্ত:মহিলা ভলিবলের শিরোপা জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী জেলা। বুধবার মিরপুরের শহীদ সোরওয়ার্দী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রাজশাহী জেলা ২৩/১২৫, ১৬/২৫, ২৫/২১, ২৫/১৭ ও ১৫/৬ পয়েন্টে ৩-২ সেটে হারায় পাবনা জেলাকে। অপরদিকে তৃতীয়স্থান নির্ধারনী খেলায় খুলনা জেলা ২৫/১৭, ২৫/১৪ ও ২৫/১১ পয়েন্টে সরাসরি ৩-০ সেটে হারায় চট্টগ্রাম জেলাকে।
এবারের প্রতিযোগিতায় সেরা সেটার হয়েছেন খুলনা জেলার মুক্তা খাতুন, সেরা ডিফেন্ডার নড়াইল জেলার সোহেলী আক্তার ও সেরা অ্যাটাকার হয়েছেন রাজশাহী জেলার লাকী আক্তার।