মেডিকেলের ফল বাতিলের দাবি বিএনপির
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৫
মেডিকেল ও ডেন্টার ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ঘোষিত ফলাফল বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। একইসঙ্গে মেডিকেলের ভর্তি পরীক্ষা নতুন করে নেয়ার পাশাপাশি প্রশ্ন ফাঁস বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে দলটি। আজ নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন। তিনি বলেন, মেডিকেলের প্রশ্নপত্র ফাস হয়েছে। এটি একটি জাল পরীক্ষা ছিল। স্বাস্থ্য অধিদপ্তর যে ফলাফল আজ ঘোষণা করেছে, তা অবশ্যই বাতিল করতে হবে। মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানিয়ে ড. রিপন বলেন, বিএনপি মনে করে, এই আন্দোলন ন্যায়সঙ্গত। সরকারের তরফ থেকে বলা হচ্ছে, কোন প্রশ্নপত্র ফাঁস হয়নি। আমরা সরকারের কাছে জানতে চাই, প্রশ্নপত্র যদি ফাঁস না হয়ে থাকে, তাহলে কেন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন সহকারী পরিচালকসহ কয়েকজনকে র্যাব গ্রেপ্তার করল। তিনি বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, প্রশ্নপত্র অবশ্যই ফাঁস হয়েছে। পরীক্ষার্থীরা অভিযোগ করেছে, পরীক্ষার আগের রাতে এবং পরীক্ষার দিন সকালে ফেসবুকের মাধ্যমে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির প্রশ্নপত্র ছড়িয়ে দেয়া হয়েছে। সংশ্লিষ্ট ফেসবুকের আইডি অনুসন্ধান করলেই তা বের করা যায়। কিন্তু সরকার তা না করে একগুঁয়েমি প্রর্দশন করে আজ উল্টো জাল ফল প্রকাশ করেছে। সরকারের উদ্দেশে বিএনপি মুখপাত্র বলেন, আমরা দেখেছি, বিসিএস পরীক্ষার ফল বাতিল করা হয়েছিল। সুতরাং মেডিকেল কলেজের পরীক্ষার ফলাফল বাতিল করলে সরকারের পরাজয় ঘটবে না। প্রশ্ন ফাঁসের ঘটনা দেশের শিক্ষা ব্যবস্থাপনা ও প্রশাসন পরিচালনায় সরকারের ‘চরম ব্যর্থতার’ প্রমাণ বলে মন্তব্য করেন রিপন। টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের গুলিতে তিনজন নিহতের ঘটনার প্রতিবাদ ড. রিপন বলেন, দেশের ল’ এ্যান্ড অর্ডার সিচুয়েশন কতটা খারাপ হলে এরকম ঘটনা ঘটতে পারে। মানুষ কতটা অসহিঞ্চু হয়ে গেলে এতবড় পাশবিক ঘটনা ঘটাতে পারে। গত ৪৫ বছরে আমরা এ ধরনের ঘটনার কথা শুনিনি। এ পাশবিক ঘটনার প্রতিবাদে মানুষ রাস্তায় নেমে এসেছিল। তাদের এ অহিংস প্রতিবাদ দমন করতে সরকার সহিংস পথ বেছে নিয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।