বিয়ানীবাজারের লোকমান চৌধুরী একাডেমি : শিক্ষাক্ষেত্রে যেখানে ঘটছে নীরব বিপ্লব
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৫
সিলেটের বিয়ানীবাজার উপজেলার তেরাদল গ্রামে শিক্ষাক্ষেত্রে এক নীরব বিপ্লব শুরু হয়েছে। এই বিপ্লবের পেছনে আছেন একজন স্বপ্নচারী পুরুষ। তিনি হলেন শিক্ষানুরাগী লোকমান হোসেন চৌধুরী।
১৯৭৭ সালে তেরাদল গ্রামেই জন্ম ও বেড়ে ওঠা লোকমান চৌধুরীর । তাঁর পিতা মরহুম আব্দুস সালাম চৌধুরী । ছোটবেলা থেকেই তিনি গ্রামীণ শিশুদের সীমিত সুযোগ-সুবিধা ও জীবনসংগ্রাম খুব কাছ থেকে দেখেছেন । সেই অভিজ্ঞতা থেকেই একদিন তাঁর মনে জন্ম নেয় একটি স্বপ্ন—নিজের এলাকা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করে যাওয়ার।
তিনি যুক্তরাজ্যের বার্মিংহামে বসবাস করেন । বার্মিংহ্যামের পার্শ্ববর্তী শহর উস্টারের একটি সফল রেস্টুরেন্ট ব্যবসার মালিক । ব্যক্তিগত জীবনে তিনি একজন গর্বিত বাবা—তাঁর দুই কন্যা ও এক পুত্র রয়েছে, যাদের মাঝে তিনি ভবিষ্যতের স্বপ্ন দেখেন।
তিনি বলেন, আমি এমন কিছু গড়ে তুলতে চেয়েছি, যা আমি নিজে পাইনি, আমি বঞ্চিত ছিলাম। আমি চেয়েছিলাম, একখন্ড জায়গা- যেখানে শিশুদের স্বপ্ন দেখতে শেখানো হবে, আত্মবিশ্বাস গড়ে তোলা হবে, আর জীবনে সফল হতে যেসব কাজ করা প্রয়োজন, সেগুলো শেখানো হবে।”
লোকমান চৌধুরী একাডেমি এখন সেই স্বপ্নেরই প্রতিফলন । ২০১৬ সালে চালু হওয়া এই একাডেমিতে দুই শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করছে। প্রতিষ্ঠানটির চালিকা শক্তি হিসেবে আছেন ১৯ জন শিক্ষক ও কর্মচারী । একাডেমিটি শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়; এটি একটি প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষার্থীরা নিজেদেরকে আবিষ্কার করে, স্বপ্ন দেখে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়।
যদিও এখনো অনেক শিক্ষার্থী শিক্ষা জীবনেই আছে, তবুও অনেকেই আত্মবিশ্বাস অর্জন করেছে, ভালো ফলাফল করছে এবং উচ্চশিক্ষার পথে এগিয়ে যাচ্ছে। লোকমান চৌধুরী বলেন, “আমাদের মূল অর্জন এখনো সামনে । একদিন এদের মধ্য থেকেই নেতৃত্ব, উদ্ভাবন আর পরিবর্তনের বাহক বেরিয়ে আসবে।
লোকমানের পরিবারেও শিক্ষার এক গৌরবময় ইতিহাস রয়েছে । তাঁর চাচাতো ভাই ক্যাপ্টেন বাদর উদ্দিন চৌধুরী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) ও পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ছিলেন । আরেক চাচাতো ভাই এন.ডি.এ. চৌধুরী লন্ডনের ইননার টেম্পল থেকে ব্যারিস্টার হন এবং ১৯৬৮ সালে জাতিসংঘের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে লিবিয়াতে কাজ করেন। এইসব পারিবারিক অনুপ্রেরণা পরবর্তী প্রজন্মকে শিক্ষিত, দক্ষ ও আত্মনির্ভর করে গড়ে তুলতে লোকমানের লক্ষ্যকে আরও দৃঢ় করেছে ।
পড়ন্ত বিকেলে একাডেমির আঙিনা যখন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে তখন তা শিক্ষাক্ষেত্রে এই এলাকায় একটি বড় ধরনের পরিবর্তনের জানান দেয়। —দেশ ফিচার

