শান্তিগঞ্জ উপজেলা প্রবাসী অ্যসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৫
লন্ডনে শান্তিগঞ্জ উপজেলা প্রবাসী অ্যসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে গত ১০ মার্চ সোমবার নিউ রোডের একটি রেস্টুরেন্টে ইফতার পূর্ব আলোচনা সভা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও শিল্পপতি আলহাজ্ব আবুল লেইছ মিয়া।
সংগঠনের সাধারণ সম্পাদক দিলাওর হোসেন ও যুগ্মসম্পাদক আঃ সালামের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান মালিক, সবেক চেয়ারম্যান নুরুল আমিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেডব্রীজ কাউন্সিলের কাউন্সিলর ফয়জুর রহমান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম জায়গীরদার রাজা।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল মুহিত। বক্তব্য রাখেন কামরুল ইসলাম শিপন, জাকির হোসেন সেলিম, আব্দু সালাম, আনোয়ার কামাল দুলাল, আনোয়ার হোসেন, লায়েক আহমদ, ইকবাল হোসেন , মিয়া নুর হোসেন , কুটি মিয়া , আনহার মিয়া , তরিক আহমদ, আব্দুর আলী, নুরুল আমিন, ডাক্তার মাসুদ আহমেদ, আব্দুল মালি, হেলাল সায়েক আহমদ প্রমুখ ।
বক্তারা রমজানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। ইফতার মাহফিলে বিশ্ব মুসলিম এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি