স্টানফোর্ড লে-হোপ জামে মসজিদ ও টারক মুসলিম সেন্টারের আয়োজনে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৫
লন্ডনের পার্শ্ববর্তী এসেক্স এলাকায় অবস্থিত স্টানফোর্ড লে-হোপ জামে মসজিদ ও টারক মুসলিম সেন্টারের আয়োজনে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ মার্চ শনিবার বাদ জোহর ওয়াজ ও দোয়া মাহফিলে মুসল্লিদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ছিলো লক্ষণীয়। মসজিদ ও ইসলামিক সেন্টার প্রতিষ্ঠার অপরিসীম গুরুত্ব ও রমজানের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য দেন বৃটেনের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ হাসান আলী।
মসজিদের চেয়ারম্যান ড. মোহাম্মদ সিরাজ আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আহমেদুর রেজা চৌধুরী, আসফ আলী, নাফি চৌধুরী, মুহাম্মদ শায়েস্তা মিয়া, মূরাদ চৌধুরী, আলহাজ্ব আজির উদ্দিন গিয়াস মিয়া, সাখাওয়াত হোসেন চৌধুরী, সৈয়দ আসিফ আলী।
চেয়ারম্যান ডক্টর সিরাজ আলী সর্বস্তরের ডোনারদের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঋণ পরিশোধ ও পরিকল্পনা বাস্তবায়নে দান অব্যাহত রাখার আহবান জানান। শেষে দেশ এবং বিশ্বের মুসলিমদের কল্যাণ কামনায় করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি