প্রদীপের নিচে অন্ধকার, প্রবাসে দেশের বাইরে প্রথম শহীদ মিনার
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৫
সালেহ উদ্দিন তালুকদার সুমন
বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার হচ্ছে যুক্তরাজ্যের ওল্ডহাম শহরে । কিন্ত আন্তর্জাতিক মাতৃভাষাতে নেই কোনো সম্মিলিত আয়োজন । অনেক সামাজিক সংগঠন ফুল দিতে শহীদ মিনারে সমবেত হলেও পার্শ্ববর্তী শহর থেকে এখন আর লোকজন তেমন আসেননা। মূলধারার রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে কয়েকজন জনপ্রতিনিধি রয়েছেন । কিন্ত কেউ কোনও উদ্যোগ নিতে চোখে পড়ে না। এটা শুধু এবছর না, বিগত অনেক বছর ধরেই এমন অবস্থা । শহীদ মিনারে ফুল দেয়া যাদের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে এটা নামকাওয়াস্তে সাদামাটা আয়োজন বলেই অনেকে মনে করে থাকেন । এই সাদামাটা আয়োজনে নামকাওয়াস্তে মানচেস্টার বাংলাদেশ হাই কমিশনার উপস্থিত হয়ে থাকেন সৌজন্যতার খাতিরে । কিন্ত যে আয়োজন ওল্ডহাম শহীদ মিনারে হওয়ার কথা ছিল, সেই আয়োজন অত্যন্ত চমৎকারভাবে করে গ্রেটার মানচেষ্টারে ভিন্ন ভিন্ন সংগঠন । উল্লেখ করার মত সংগঠন হলো চেতনা মানচেষ্টার, মানচেষ্টার সাহিত্য কেন্দ্রে, গ্রেটার মানচেষ্টার বাংলাদেশ এসোসিযেশন, অনামিকা, বিএসিপি রচডেল ইত্যাদি সংগঠন । অন্যদিকে গ্রেটার মানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশন তো তাদের হলে অস্থায়ী শহীদ মিনার তৈরী করে অনুষ্ঠান করে থাকে ।
সালেহ উদ্দিন তালুকদার সুমন : সাংবাদিক । সাবেক বার্তা সম্পাদক, সাপ্তাহিক জনসেবা।