স্বদেশ গমন উপলক্ষে বিএনপি নেতা আবেদ রাজাকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৫
লন্ডন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আবেদ রাজা একযুগ পর স্বদেশে যাচ্ছেন। এ উপলক্ষে লন্ডন মহানগর বিএনপির উদ্যোগে গত সোমবার (৬ জানুয়ারি) ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে এক সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে লন্ডন মহানগর বিএনপির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে এবং লন্ডন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন লন্ডন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শরীফ উদ্দিন ভুঁইয়া বাবু, সহসভাপতি কদর উদ্দিন, সহসভাপতি এমদাদ হোসেন খান, সহসভাপতি এম এ তাহের, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ, বিএনপি নেতা সেলিম আহমেদ, দফতর সম্পাদক নজরুল ইসলাম মাসুক, কোষাধ্যক্ষ মো. জিয়াউর রহমান, আইন বিষয়ক সস্পাদক ব্যারিস্টার মো. শাহনেওয়াজ জুয়েল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক সৈয়দ আতাউর রহমান, বাণিজ্য বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম, পাঠাগার বিষয়ক সম্পাদক মশিউর রহমান ফখরুল, বিএনপি নেতা মইনুল ইসলাম, তোতা সরকার, পটল মিয়া, মুজিবুর রহমান, করিম মিয়া, শেরওয়ান আলী, বাচ্চু মিয়া, বাবুল মুন্সি, মো. রফিক আহমদ, আল মামুন, অরুণ খান, শামীম আহমেদ, আমিনুল ইসলাম, কায়ছল ইসলাম, জয় ইসলাম মনির, মোহাম্মদ নহাজুল আবেদীন রাজা, হালিমুল ইসলাম হালিম, ইফতেখার হোসেন চৌধুরী সাকী, হাসান আহমদ, মো. লতিফ আহমদ, কবির আহমেদ, মো. কামরুল হাসান ভূঁইয়া, সৈয়দ হোসেন, আল আমিন মিয়া, সৈয়দ আনছার আলী, আতিকুর রহমান, নাহিদ আহমেদ চৌধুরী, আবু তাইয়েব কাওছার, রিজভী উদ্দিন আহমদ, রুবেল খান, ইসছাক আহমদ, রেজাউল করিম মুন্না, মো. মুসা আব্দুল হাই, শাকিল আহমেদ প্রমুখ।
লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা দেশের জনগণের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দলের নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
লন্ডন মহানগর বিএনপির সভাপতি মো. তাজুল ইসলাম বলেন, ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার পার্শ্ববর্তী একটি দেশের ইশারায় গণতন্ত্রকে ধ্বংস করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ছাত্র জনতার গণআন্দোলনে হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। তাই অবিলম্বে অন্তবর্তীকালীন সরকার তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান। সংবাদ বিজ্ঞপ্তি