মানবিক কাজের জন্য আজীবন সম্মাননা পেলেন মুহিবুর রহমান মুহিব
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৪
আজীবন সম্মাননা পেয়েছেন বৃটেনের বাংলাদেশী কমিউনিটির জনপ্রিয় মুখ, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে এবং গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব। বৃটেন ও বাংলাদেশেসহ কমিউনিটি সার্ভিস, নান্দনিক ও মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত রেখে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তিনি। এসব কাজের স্বীকৃত স্বরুপ তাঁকে এই সম্মাননা দেয়া হয়েছে।
গত তিন দশকের বেশি সময় তিনি নানাভাবে কমিউনিটির মানুষের জন্য কাজ করছেন। কোভিড থেকে শুরু করে রমজান এবং বিভিন্ন সময় কমিউনিটির মানুষের জন্য নিরলসভাবে কাজ করায় এবার এশিয়ান কারি অ্যাওয়ার্ডস বার্ষিক গালা ডিনারে ফেডারেশন অফ এশিয়ান ক্যাটারার্স এর পক্ষ থেকে তাকে সম্মাননা দেওয়া হয়।
বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত, ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী ও সংগঠক মুহিবুর রহমান মুহিব এর এই অর্জন ও মর্যাদাপূর্ণ পুরস্কার উদযাপনের জন্য জন্য বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পূর্ব লন্ডনের একটি অভিজাত হোটেলেতার সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়েছে। তার বন্ধু বান্ধব সহ সমাজের বিভিন্ন সেক্টরের নেতাকর্মী উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচছা জানান।
আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনজালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকার প্রাক্তন সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব, সৈয়দ জগলুল পাশা, এশিয়ান কারি অ্যাওয়ার্ডস এর অন্যতম আয়োজক ইয়াওয়ার খান, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ( বিসিএ) প্রেসিডেন্ট অলিখান এমবিই, সাবেক প্রেসিডেন্ট এম আব্দুল মুনিম অবিই ,লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট সৈয়দনাহাস পাশা, সাবেক সেক্রেটারি মাহবুব রহমান, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এর ট্রাস্টি রফিকুলহায়দার, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ সুটন, মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, আক্তার আলী ,আব্দুল অওদদ দীপক, মিজু চৌধুরী, আবুল হুসেন, বিশিষ্ট ক্যটারার আব্দুল করিম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি মারুফ চৌধুরী, আহাদ চৌধুরী ও শরবআলী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের ফাইন্যান্স ডায়েরেক্টর হেলাল খান, প্রবাসী কল্যাণ পরিষদের সাবেক প্রেসিডেন্ট আশিকুর রহমান, বাংলাদেশ সেন্টার এর সেক্রেটারি শহীদ রহমান, বিশিষ্ট কমিউনিটি নেতা হাবিবুর রহমান ময়না, আমেরিকা থেকে আগত মিসবা আহমদ, বাংলাদেশ সেন্টারের সিও মুস্তাফিজুর রহমান, ক্রয়ডন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ।
এমন অসাধারণ মুহুর্তে সবার কাছ থেকে অভিনন্দিত হয়েছেন মুহিবুর রহমান মুহিব। এক প্রতিক্রিয়ায় এই সম্মাননা পর মুহিবুর রহমান মুহিব জানান, এই সম্মাননা পাওয়ার পর তার দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। ভবিষ্যতে আরো মানবিক কাজ করুতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এই সম্মাননা। সংবাদ বিজ্ঞপ্তি