লেখক ও গবেষক মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামকে সম্মাননা প্রদান
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৩
আমিনুল ইসলাম মুকুল, লন্ডন:: যুক্তরাজ্য ভিত্তিক সাহিত্য সংগঠন ‘দর্পণ বাংলা বুক ক্লাব লন্ডন’ এর উদ্যোগে বিশিষ্ট কবি মাওলানা ফখরুল ইসলামকে এক সম্মাননা প্রদান করা হয়। সম্প্রতি দর্পণ মিডিয়া সার্ভিস, ২৭ সি প্রিন্সলেট স্ট্রিটে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি আসমা মতিন।
সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ম্যাজিস্ট্রেট লেক্সটেল সলিসিটরের প্রিন্সিপাল আব্দুল্লাহ আল ইমরান খান, ব্যারিস্টার আরজুমান ফেরদৌস, শাহ মুনিম, আক্তার নিজাম, আশরাফুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আব্দুল হাই, ইব্রাহীম আলী, মোহাম্মদ আব্দুল হান্নান ও আব্দুল হামিদ।এছাড়া কবিতা আবৃত্তি করেন কবি শামসুল ইসলাম, বেলাল আহমদ, আলাউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কবি ও লেখক মাওলানা ফখরুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সহ-সভাপতি কবি আসমা মতিন। সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি ব্যারিস্টার আতাউর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে সাহিত্যি চর্চার ওপর গুরুত্বারোপ করে বলেন, কবি-সাহিত্যিকরা কলম সৈনিক হিসেবে আমাদের মাঝে আবির্ভূত হন এবং প্রাণবন্ত লেখনীর মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি এবং জাতিকে এগিয়ে নিতে তাদের প্রচেষ্টা অবশ্যই অনুস্মরণীয়! তাদেরকে সম্মান ও স্বাগত জানানো আমাদের দায়িত্ব। আমাদের পরিবার এবং সন্তানদেরকে সঠিক পথে ধরে রাখতে ইসলামী সাহিত্য চর্চা ও শিক্ষা দিতে হবে।কোন অপশক্তি ও অপসংস্কৃতি আমাদের প্রজন্মকে যাতে নস্ট করতে না পারে সে দিকে অভিভাবকদের সচেতন থাকতে হবে।
সংবর্ধিত অতিথি লেখক ফখরুল ইসলাম বলেন, দর্পণ বুক ক্লাব লন্ডনে রয়েছেন এক ঝাক শিক্ষানুরাগী এবং সমাজ সেবক।তাদের মধ্যে ব্যারিস্টার, সলিসিটার, সাংবাদিক, কবি, নাট্যকার, সাহিত্যিক সহ অনেকে বিভন্ন মহতি কাজে জড়িত। তারা সব সময় গুণীজনের সন্ধানে থাকেন।অনুষ্ঠানে তাদের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে! অতিথিদের প্রাঞ্জল ও সুন্দর উপস্থাপনা, হাস্যোজ্জ্বল চেহারা এবং উত্তম ব্যবহার আমার স্মৃতিতে বার বার ভেসে আসবে এবং প্রেরণা দিবে।ইসলাম এবং সাধারণ জ্ঞানের উপর মোট নয়টি বই লেখার জন্য ‘দর্পণ বাংলা বুক ক্লাব লন্ডন’ এর পক্ষ থেকে আমাকে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়ায় আমি উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও মুবারক বাদ জানাচ্ছি। সেই সাথে ক্লাবের উন্নতি ও শুভ কামনা করছি।