ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের নিবার্হী কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৩
ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের নিবার্হী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এই সভা হয়।
সভায় আগামী ১৬ই জুলাই রোববার এজিএম অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। আগামী এজিএমে সকলের সিদ্ধান্তের ভিত্তিতে নতুন কমিটি গঠনের রুপরেখা গৃহিত হবে।
ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের সভাপতি গোলাম মোস্তফা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গির খানের পরিচালনায় সভায় বক্তারা ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতিকে গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি কালাম মতিন লুলু, শহিদুল ইসলাম, এসিসটেন্ট ট্রেজারার বদরুল ইসলাম রাজা, নির্বাহী সদস্য জুবের আহমদ, সাহাব উদ্দিন, রাজা মিয়া, হাফিজুর রহমান সুমন, নুরুল ইসলাম আতিক প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি