লন্ডনে বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ২৭ আগস্ট
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০১৭
লন্ডন, ৪ আগস্ট : বাংলাদেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ এবার প্রথমবারের মতো আগামী ২৭ আগস্ট লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশীদের সম্পৃক্ত করতে এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। এ উপলক্ষ্যে গত ২৮ জুলাই শুক্রবার দুপুরে পূর্ব লন্ডনের হোটেল হলিডে ইন এর কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নৌকা বাইচ এর আয়োজক আবিদুর রহমান শিমু, সেলিম খান, ওসমান গনি, রিমন রহমান, কদরুল ইসলাম ও ড. হাসনাত হোসেন এমবিই।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পূর্ব লন্ডনের ডকল্যান্ডের রিভার সাইডে ২০০ মিটারের এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে ব্রিটেনের যে কোন স্থান থেকে ব্রিটিশ এশিয়ান বংশোদ্ভত ১৮টি দল অংশ নিতে পারবে। ইতোমধ্যে ১১টি দল রেজিস্ট্রেশন করেছে। এর মধ্যে লন্ডন বাংলা প্রেস ক্লাব অন্যতম প্রতিযোগী হিসেবে নাম রেজিস্ট্রেশন করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর ফি রাখা হয়েছে ৩শ’ পাউন্ড। তবে প্রথম স্থান অর্জনকারী দল পাবে ১ হাজার পাউন্ড প্রাইজমানি। দ্বিতীয় বিজয়ী দল পাবে সাড়ে ৭শ’ পাউন্ড এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ৫শ’ পাউন্ড প্রাইজমানি।