গ্রিসে অভিবাসীবাহী জাহাজডুবি, নিহত ১০
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৫
গ্রিসের অদূরে নৌকাডুবির ঘটনায় সাত শিশুসহ ১০জন নিহত হয়েছেন। চারটি জাহাজে করে অভিবাসীরা তুরস্ক থেকে বিপজ্জনক সমুদ্র পাড়ি দেয়ার সময় বুধবার এই ঘটনা ঘটে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজগুলোতে দুই শতাধিক মানুষ ছিল। এদের অনেকে হাইপোথারমিয়ায় ভুগছিল। এদেরকে গ্রীক দ্বীপ লেসবোসের উত্তর উপকূলের অদূর থেকে উদ্ধার করা হয়।
লেসবোস ইউরোপে ঢোকার একটি প্রধান প্রবেশ পথ। এখান দিয়ে অভিবাসীদের স্রোত ইউরোপে প্রবেশের প্রচেষ্টা চালায়।
টহল জাহাজ, মাছ ধরার নৌকা ও স্থানীয়রা জেট স্কি নিয়ে উদ্ধার তত্পরতায় যোগ দেয়।
রাতের বেলা ঝড়ো বাতাসের কারণে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তত্পরতা ব্যাহত হয়েছে।
বন্দর পুলিশ জানায়, কতজন মানুষ পানিতে রয়েছে তা জানা যায়নি।