সুপ্রিম কোর্টের ৪১ বিচারপতিকে হত্যার হুমকি
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৫
ঢাকা: সুপ্রিম কোর্টের ৪১ বিচারপতিকে হত্যার হুমকি দিয়েছে হিযবুত তাহরীর। বিচারপতিদের চিঠি পাঠিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি এই হুমকি দেয় বলে দাবি করেছেন রেজিস্ট্রার জেনারেল। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
শাহবাগ থানার ডিউটি অফিসার মো. সফিক গণমাধ্যমকে জানান, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অজ্ঞাত ঠিকানা থেকে ওই চিঠি পাঠানো হয়। এ ঘটনায় কুরিয়ার সার্ভিসের এক কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বলেন, হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসানের কক্ষের সামনে থেকে প্রচারপত্র বিলি করার সময় কুরিয়ার সার্ভিসের কর্মী আসাদুল্লাকে আটক করে পুলিশে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
তবে সুপ্রিম কোর্টে অবকাশ চলায় কোন কোন বিচারপতির কক্ষে প্রচারপত্র বিলি করা হয়েছে, তা জানা যায়নি।