ভারত হিন্দু সৌদি হয়ে উঠছে: তসলিমা
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০১৫
পাকিস্তানের প্রখ্যাত গজল গায়ক গোলাম আলির লাইভ কনসার্ট বাতিল করা হয়েছে ভারতের কট্টর হিন্দুবাদী সংগঠন শিবসেনার হুমকির জেরে। মুম্বই আর পুনেতে এই কনসার্ট হওয়ার কথা ছিল। শিবসেনার হুমকিতে কনসার্ট বাতিল করা নিয়ে ভারতজুড়ে প্রতিবাদের বন্যা বইছে। এই প্রতিবাদে শামিল হয়ে বাংলাদেশের বিতর্কিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন মন্তব্য করেছেন, ভারত ক্রমশ ‘হিন্দু সৌদি’-তে পরিণত হচ্ছে। তসলিমা একাধিক টুইটে বলেছেন, রাজনৈতিক দলগুলোর উচিত, একজন গায়ক আর একজন জেহাদির মধ্যে পার্থক্য করা। গত বুধবারই আয়োজকদের কাছে পাঠানো চিঠিতে শিবসেনা-র চলচ্চিত্র শাখা চিত্রপট সেনা পরিষ্কারই জানিয়েছে, পাকিস্তানের কোন শিল্পীকে অনুষ্ঠান করতে দেয়া হবে না। তবুও যদি অনুষ্ঠান হয় তবে তাদের দল ও সমর্থকদের রোষের মুখে পড়তে হবে শিল্পীকেও। গোলাম আলিকে অনুষ্ঠান না করতে দেয়ার পিছনে তার পাকিস্তানি হওয়াকেই কারণ হিসাবে দেখিয়েছিল শিবসেনা। ভারতে তার অনুষ্ঠান হওয়া মানে ‘পাক সংস্কৃতির অনুপ্রবেশ’ বলে মন্তব্য করেছিলেন চিত্রপট সেনার সভাপতি আদেশ বান্দেকর। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তা দেয়ার কথা ঘোষণা করা হলেও শিবসেনার হুমকিতে পিছু হঠতে বাধ্য হন আয়োজকরা। এই হুমকির পর শিল্পীও কোন ঝুঁকি নেননি। তবে গোলাম আলি জানিয়েছেন, এই ঘটনায় তিনি ‘ভীষণভাবেই ব্যথিত’। গজল সম্রাট গোলাম আলির বক্তব্য, এ ধরনের বিবাদ বিতর্ক মানুষের সুরকে নষ্ট করে। আমি ক্ষুব্ধ নই, ভীষণ ভাবে ব্যথিত। ভারতের প্রয়াত গজল সম্রাট জগজিৎ সিং অরোরার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষেই এই লাইভ কনসার্টের আয়োজন করা হয়েছিল। ৭৫ বছরের গোলাম আলি জানিয়েছেন, জগজিৎ ছিল আমার ছোট ভাইয়ের মতো। তার প্রতি শ্রদ্ধা জানাতেই এই অনুষ্ঠান করার কথা ছিল আমার। আমাদের মধ্যে যত বার দেখা হয়েছে, কখনোই রাজনৈতিক সম্পর্কের রেশ পড়েনি। তবে শিবসেনার হুমকিতে অনুষ্ঠান বাতিল হলেও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গোলাম আলিকে দিল্লিতে অনুষ্ঠান করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। দিল্লির সংস্কৃতি মন্ত্রী কপিল মিশ্র বলেছেন, সংগীতের কোন সীমান্ত নেই। মুম্বইতে যা ঘটল তা দুঃখজনক। ওনাকে দিল্লিতে এসে অনুষ্ঠান করতে অনুরোধ করা হয়েছে।
ওদিকে গোলাম আলীকে কলকাতায় অনুষ্ঠান করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেছেন, সঙ্গীতের কোন সীমান্ত নেই। আমরা তাকে কলকাতায় অনুষ্ঠান করার আমন্ত্রণ জানাচ্ছি। সব ব্যবস্থা আমরাই করবো।