চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫
চট্টগ্রামের বাঁশখালীতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবক মোহাম্মদ টিটু বাঁশখালী উপজেলার দক্ষিণ পুঁইছড়ি এলাকার বাসিন্দা। পূর্ব-শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার রাতে টিটুকে কুপিয়ে পালিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। এ সময় চার থেকে পাঁচ যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। আহতাবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। টিটু বাঁশখালীর টুইটং এলাকার মৌলভী জাফরের ছেলে।
জানা যায়, টিটুর সাথে স্থানীয় একটি গ্রুপের বিরোধ চলে আসছিল। কয়েকমাস আগে টিটু বাঁশখালী এলাকার ডাকাত সর্দারের স্ত্রীকে বিয়ে করে। এ নিয়ে তার সঙ্গে এলাকার একটি অংশের বিরোধ চলে আসছিল। প্রায় ঐ গ্রুপটির সঙ্গে টিটুর ঝামেলা হতো। পরবর্তীতে এই শত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া টিটুর বিরুদ্ধে ধর্ষণসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তাছাড়া সে একজন মাদকসেবী বলেও জানা গেছে। মাদক সংক্রান্ত ঘটনার জেরেও টিটুকে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ‘পূর্ব-শত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। আমরা হত্যাকারীদের ধরতে অভিযান শুরু করেছি।’ টিটু গাঁজা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত বলেও জানান তিনি।