প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন মাশরাফি-সাকিবরা
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫
জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ এবং ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও দলের খেলোয়াড়রা।
শনিবার গণভবনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং জাতীয় দলের ৪ তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগদান শেষে শনিবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। দুপুর দুইটায় গণভবনে পৌঁছেছেন তিনি। সেখানে অন্যান্যের পাশাপাশি বিসিবি সভাপতি এবং ক্রিকেটাররা প্রধানমন্ত্রীকে অভিনন্দনে সিক্ত করেছেন।