ওরেগনের বন্দুক হামলাকারী শনাক্ত
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৫
ওরেগনের একটি কমিউনিটি কলেজে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় জড়িত হামলাকারীর পরিচয় পেয়েছে মার্কিন কর্মকর্তারা। বন্দুক হামলাকারীর নাম ক্রিস হার্পার মার্সার। তার বয়স ২৬ বছর। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম এ কথা জানায়।
সিএনএন, সিবিএস ও এনবিসিসহ বিভিন্ন সংবাদ মাধ্যম মার্সারের নাম প্রকাশ করলেও কর্তৃপক্ষ এখন পর্যন্ত সরকারিভাবে তার পরিচয় প্রকাশ করেনি।
তবে কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল হামলাকারী একজন পুরুষ এবং তার বয়স ২০ বছর। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, তদন্ত কর্মকর্তারা মার্সারের পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবের সঙ্গে কথা বলেছেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্ট করা বিভিন্ন বার্তা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। খবরে আরো বলা হয়, সে প্রত্যন্ত রোজবার্গে অবস্থিত আম্পকা কমিউনিটি কলেজের শিক্ষার্থী ছিল না।