শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৫

শাহেদ রাহমান সম্পাদিত ‘আজকের শতাব্দী’ ম্যাগাজিনের ডক্টর আনসার আহমেদ উল্লাহ বিশেষ সংখ্যা এবং কাব্যসংকলন ‘বিলেতে কবিতা লিখার আগে’ প্রকাশিত হয়েছে। লন্ডনের পূর্বাঞ্চলে একটি প্রীতি সভার মাধ্যমে এই প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানটি আয়োজন করে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি, সহযোগিতা প্রদান করে ব্রিটিশ বাংলা প্রগেসিভ রাইটার্স এসোসিয়েশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বরো অব ক্রয়ডন কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মুহাম্মদ ইসলাম।
সভাপতিত্ব করেন ব্রিটিশ বাংলা প্রগেসিভ রাইটার্স এসোসিয়েশনের যুগ্ন আহ্বায়ক ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট অধ্যাপক মোঃ সাজিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন “আজকের শতাব্দী” ম্যাগাজিনের সম্পাদক মুহাম্মদ শাহেদ রাহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি ও ব্রিটিশ বাংলা প্রগেসিভ রাইটার্স এসোসিয়েশনের সদস্য সচিব কবি মিজানুর রহমান মীরু।
প্রকাশিত ম্যাগাজিন ও কাব্যসংকলনের আনুষ্ঠানিক পাঠন্মোচন করেন প্রধান অতিথি ও উপস্থিত লেখক ও শুভার্থীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক স্পিকার আহবাব হোসেইন, অভিনেতা ও লেখক স্বাধীন খসরু, প্রবীন সাংবাদিক মতিয়ার চৌধুরী, কবি হামিদ মোহাম্মদ, ছড়াকার দিলু নাসের, কবি মাশূক ইবনে আনিস, কবি মজিবুল হক মনি, কমিউনিটি এক্টিভিস্ট আব্দুল মালিক খোকন, সাংবাদিক সাঈম চৌধুরী, জুয়েল রাজ, সৈয়দা নাজনীন সুলতানা (শিখা), আমিনা আলী, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দসহ আরও অনেকে। কবিতা আবৃত্তি করেন কবি ইমদাদুন খান, কবি আসমা মতিন, কবি ফায়সাল আইয়ুব এবং আবৃত্তিশিল্পী ফাহমিদা দীপা।
বক্তারা ডক্টর আনসার আহমেদ উল্লাহকে তার গবেষণা, সাংবাদিকতা ও সৃজনশীল কর্মকাণ্ডে জীবনের দীর্ঘ অধ্যায় উৎসর্গ করার জন্য সম্মান জানান। তিনি সম্প্রতি বিলেতে বর্ণবাদ বিষয়ে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। বক্তারা প্রবাসে সাহিত্যচর্চার গুরুত্ব ও প্রাপ্তবয়স্ক প্রবাসী সাহিত্যিকদের অবদানের প্রশংসা করেন।
আজকের শতাব্দী ম্যাগাজিনের বিশেষ সংখ্যায় ড. সাম হালবরসন, প্রফেসর আলাসতেইর ওউনস, প্রফেসর জন ইয়াড, ড. ক্রিস টান্গ, জালাল রাজন উদ্দিন, ড. সিন কেরিই, সুজিত সেন, মতিয়ার চৌধুরী, স্বাধীন খসরু, শামীম আজাদ, হামিদ মোহাম্মদ, নজরুল ইসলাম বাসনসহ মোট ৩৫ জন লেখকের রচনার সংযোজন করা হয়েছে। কাব্যসংকলন বিলেতে কবিতা লিখার আগে সম্পাদনা করেছেন মুহাম্মদ শাহেদ রাহমান, প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। সংকলনে বিলেতে বসবাসরত ১৭ জন কবি তাঁদের কবিতা উপস্থাপন করেছেন।
তাঁরা হলেন-কবি অধ্যাপক নুরুজ্জামান মনি, কবি হামিদ মোহাম্মদ, কবি মজিবুল হক মনি, কবি দিলু নাসের, কবি মাশূক ইবনে আনিস, কবি লুৎফুর রহমান কামালী, কবি মুজিব ইরম, জওয়াহের হোসেন, মুহাম্মদ শাহেদ রাহমান, মিজানুর রহমান মীরু, ফয়েজুর রহমান ফয়েজ, ফায়সাল আইয়ুব, সিতু মিয়া কামালী, ফাহমিদা ইয়াসমিন, দেবার্ঘ্য চক্রবর্তী, মুহাম্মদ সালেহ আহমদ ও সালমা বেগম। সংবাদ বিজ্ঞপ্তি

