লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য আখতার ইসলামের পিতার ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৫
লন্ডন, ৬ অক্টোবর ২০২৫ : লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ও সাপ্তাহিক দেশ পত্রিকার সাব এডিটর আখতার ইসলামের পিতা মোহাম্মদ মোস্তফা ৪ অক্টোবর শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় খুলনা শহরের বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যূকালে তাঁর বয়স হয়েছিলো ৯৭ বছর। তিনি ৫ ছেলে, ২ কন্যা, নাতি-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা সোমবার খুলনা শহরে এবং দ্বিতীয় জানাজা গ্রামের বাড়ি নোয়াখালীর বসিকপুর গ্রামে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমকে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হবে।
আখতার ইসলাম জানিয়েছেন, তিনি রোববার (৫ অক্টোবর) বাংলাদেশের উদ্দেশ্যে রওয়া হয়েছেন। একই সাথে তাঁর দুই ভাই আমেরিকা থেকে ও এক ভাই কানাডা থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন । তাঁরা বাংলাদেশে পৌঁছে পিতার নামাজে জানাজায় অংশগ্রহণ করবেন। মরহুম মোহাম্মদ মোস্তফা কর্মজীবনে খুলনা নিউজপ্রিন্ট পেপার মিলে চাকরি করতেন।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক :
এদিকে আখতার ইসলামের পিতার মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন । পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন। পিতার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন আখতার ইসলাম।

