লন্ডনে সফরত বড়লেখা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৫
আবু রহমান : লন্ডনে সফররত বড়লেখা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম মামুনকে বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের স্হানীয় একটি রেস্টুরেন্টে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সভায় সংগঠনের সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোমিন বেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি সংবর্ধিত জাহেদুল ইসলাম মামুন তাঁর বক্তৃতায় বড়লেখা ফ্রেন্ডস ক্লাবের মানবতার কল্যাণে বিভিন্ন কাজের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের পক্ষ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও তিনি তাঁর দায়িত্বকালীন সময়ের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বড়লেখা সদর ইউনিয়নের উন্নয়নে নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।
সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বড়লেখা ফ্রেন্ডস ক্লাবের প্রধান উপদেষ্টা শাহাব উদ্দিন, সোহরাব হোসেন, ইউসুফ জাকারিয়া খান, জাকির হোসেন, শাহাব উদ্দিন আহমেদ, ফয়সল আহমেদ, এলাইছ আহমেদ, রাছেল চৌধুরী ও আব্দুল মানিক ।
সভায় আরো উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, ফখরুল ইসলাম, লুৎফুর রহমান আজাদ, সিরাজ উদ্দিন, আলীম উদ্দিন, আম্বির হোসেন, আনোয়ার হোসেন, জাহিদ আহমেদ প্রমুখ।
সভায় সংবর্ধিত প্রধান অতিথিকে সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানানো হয়। পরে রাতের খাবারের মধ্য দিয়ে সভার কাজ সমাপ্ত হয়।

