ফ্রান্সে প্রথম আশ্রয়প্রার্থী ফেরত পাঠাল যুক্তরাজ্য : ‘ওয়ান ইন, ওয়ান আউট’ চুক্তির আওতায় ব্যবস্থা শুরু
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৫
দেশ ডেস্ক, ২১ সেপ্টেম্বর ২০২৫: যুক্তরাজ্যের হোম অফিস নিশ্চিত করেছে যে ছোট নৌকায় করে আসা প্রথম এক অভিবাসীকে ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছে। এটি হয়েছে বিতর্কিত “ওয়ান ইন, ওয়ান আউট” চুক্তির আওতায়।
হোম সেক্রেটারি শাবানা মাহমুদ বলেছেন: “এটি আমাদের সীমান্ত সুরক্ষার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যারা ছোট নৌকায় যুক্তরাজ্যে ঢোকার চেষ্টা করছে, তাদের জন্য এটি একটি বার্তা—অবৈধভাবে প্রবেশ করলে আমরা আপনাকে ফেরত পাঠাব।”
তিনি আরও বলেন, “শেষ মুহূর্তের অকারণ আইনি বাধা আমরা মোকাবিলা করব। যুক্তরাজ্য সব সময় প্রকৃত নিপীড়িত মানুষদের সাহায্য করবে, তবে তা হতে হবে নিরাপদ, বৈধ ও নিয়ন্ত্রিত পথে—ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে নয়।”
চুক্তিটি ৬ আগস্ট থেকে কার্যকর হয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাজ্য ছোট নৌকায় আসা মানুষদের আটক করে দ্রুত ফ্রান্সে ফেরত পাঠাতে পারবে। এর বিনিময়ে যুক্তরাজ্য সমান সংখ্যক মানুষকে নিরাপদ ও বৈধ পথে গ্রহণ করবে। (সুত্র: দ্যা গার্ডিয়ান, ১৮ সেপ্টেম্বর ২০২৫)

