ইংল্যান্ডে বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের সুধী সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৫
দেশ ডেস্ক:: ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের ফ্লিট শহরের জাল রেস্টুরেন্টে ৭ সেপ্টেম্বর বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট-এর উদ্যোগে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মাকসুদ খান বাবুল। সঞ্চালনা করেন সাংবাদিক ও কলামিস্ট নজরুল ইসলাম বাসন এবং স্বাগত বক্তব্য দেন ট্রাস্টটির প্রতিষ্ঠাতা নাজমুস আহমেদ আলবাব।
সমাবেশে উপস্থিত ছিলেন আব্দুল মুহায়মেন মিয়া, আজিজ মিয়া (রেস্টুরেন্টের সত্তাধিকারী), আব্দুল ওয়াসী চৌধুরী (ছামি), জালাল আহমেদ, এম. এ. রউফ, কামাল ইয়াকুব, আব্দুল মজিদ সাত্তার, জাহাঙ্গীর হক, এম. এ. রাহিম, রহুল আলম চৌধুরী, নুরুল আমিন রানা, মোহাম্মদ আশিকুল ইসলাম, অ্যাকাউন্ট্যান্ট আবদুর রাজ্জাক, শাহ মাহমুদ প্রমুখ।
প্রতিষ্ঠাতা নাজমুস আহমেদ আলবাব জানিয়েছেন, বর্তমানে ঢাকার বসুন্ধরায় মোসাব্বির মেমোরিয়াল আলোক নিবাস নামে একটি ৯০-শয্যার পরিচর্যা কেন্দ্র পরিচালনা করছে ব্যাংক্যাট। যেখানে ক্যান্সার রোগীদের জন্য বিনামূল্যে আবাসন, খাদ্য ও ওষুধ সরবরাহ করা হয়। পাশাপাশি, মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৫ একর জমিতে আলোক নিবাস নামে ৫টি ভবনের নির্মাণ কাজ চলছে, যাতে প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। এছাড়াও, আলোক কথা নামে ব্যাংক্যাট-এর একটি বিশেষ প্রকল্প রয়েছে, যেখানে তৈরি নকশি কাঁথা বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ সম্পূর্ণভাবে ক্যান্সার রোগীদের সহায়তায় ব্যয় করা হবে।
সমাবেশে বক্তারা যুক্তরাজ্যে ফ্রেন্ডস অব ব্যাংক্যাট নামে একটি কমিটি গঠনের পরামর্শ দেন, যাতে প্রবাসীরা এই মহৎ উদ্যোগকে আরও সুসংগঠিতভাবে এগিয়ে নিতে পারেন।
অনুষ্ঠানে বিশেষভাবে আলোক কথা প্রকল্পের তৈরি নকশি কাঁথা প্রদর্শন করা হয়। এ উপলক্ষে উপস্থিত অতিথিদের সহযোগিতায় ২,৫০০ পাউন্ড অনুদান সংগ্রহ করা হয়, যা সম্পূর্ণভাবে ক্যান্সার রোগীদের সহায়তায় ব্যয় করা হবে।
সমাপনী বক্তব্যে সভাপতি মাকসুদ খান বাবুল অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও মানবতার কল্যাণে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।

