বিলেতে সাংবাদিক শামীমের সখের সবজি বাগান
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৫
ব্রিটেনের নর্থাম্পটনের ইস্ট হান্সবাড়ির বাসিন্দা, সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম সখের বসে গড়ে তুলেছেন একটি সমৃদ্ধ সবজি বাগান। নানা জাতের দেশীয় সবজিতে পরিপূর্ণ তার এই বাগান আজ যেন এক টুকরো বাংলাদেশ। যা দেশীয় সবজির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জানা গেছে, দুই দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতায় যুক্ত থাকা সানুল ইসলাম চৌধুরী শামীম দেশে যেমন নিবেদিতপ্রাণ ছিলেন, বিলেতেও খবরের সন্ধানে মগ্ন থাকেন। তবে কাজের ফাঁকে তিনি নিজেকে অন্য রূপে প্রতিষ্ঠা করেছেন-সখের বসে সবজি চাষ করে। তাঁর বাগানে লাউ, কুমড়া, সীম, টমেটো, ডাটা, শশা, বেগুন, রেড পেপার, গ্রিন পেপার, কাঁচা মরিচ, নাগা মরিচ, লেবু ও নানা ধরনের শাক-সবজি রয়েছে। বাগানের এই বাহার দেখে কেউ ভাবতে পারবেন না যে এটি ব্রিটেনে, বরং মনে হবে এক টুকরো বাংলাদেশ।
শামীম জানান, ব্রিটেনের মতো দেশে লাউ চাষ করাটা আলাদা আনন্দের। এ বছর তার গাছে ৩৫টি লাউ হয়েছে। শুধু লাউ নয়, নানা প্রকার শাক-সবজি তার বাগানে ভরপুর। তিনি এসব শাক-সবজি আত্মীয়স্বজন ও বন্ধুদের মাঝে বিতরণ করে আনন্দ পান।
গত ১৩ বছর ধরে নিয়মিত বাগান পরিচর্যা করছেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য এবং চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিক শামীম। অবসর সময়টুকু কাটে বাগান সামলাতে গিয়ে। নর্থাম্পটনের ইস্ট হান্সবাড়ির ঘরের পেছনের বাগানে দেশীয় সবজি চাষ করে চলেছেন তিনি।
শামীম বলেন, বাগান করার জন্য মে মাসের শেষ দিকে গাছ লাগাতে হয়। প্রথমে সখের বশে শুরু করলেও এখন এটি আমার নেশায় পরিণত হয়েছে।
বলা যায়, ব্রিটেনের বাঙালিদের কাছে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে শবজি চাষ।
শুধু শামীমই নন, গত কয়েক বছর ধরে ব্রিটেনের বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদশীরা সবজি বাগানের প্রতি ঝুঁকছেন। দিন দিন এখানে সবজি চাষ বাংলাদেশের প্রবাসীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে।

